দুর্নীতিবাজদের নির্মূল করে ত্যাগীদের সুযোগ দিতে হবে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০ স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দিতে হবে। দুর্নীতিবাজদের ব্যাপারে কোনো আপস নেই।’ শনিবার (২৬ ডিসেম্বর) সদ্য প্রয়াত ফুটবলার ও ক্রীড়া সংগঠক বাদল রায়ের স্মরণসভায় তিনি এ কথা বলেন। স্মরণসভায় নিজ বাসভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। ওবায়দুর কাদের বলেন, ‘বাদল রায় একজন সৎ ও দক্ষ ফুটবলার এবং সংগঠক ছিলেন। এদেশের ক্রীড়াঙ্গনে অনেকেই মনে করেন আবাহনী মানে আওয়ামী লীগ আর মোহামেডান মানে আওয়ামী লীগ বিরোধী প্রতিপক্ষ। কিন্তু বাদল রায় প্রমাণ করে গেছেন খেলাধুলায় কোনো রাজনীতি নেই। বাদল রায় তার খেলোয়াড়ি জীবনের শুরু থেকেই মোহামেডানের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু মনে প্রাণে একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন। তিনি আরও বলেন, ‘তরুণদের খেলাধুলায় সুযোগ করে দিতে হবে। না হলে তারা মাদকসহ সমাজবিরোধী কাজে জড়িয়ে পড়তে পারে।’ ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন , ‘কেউ কেউ ব্যাক্তিস্বার্থে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ক্রীড়া ফেডারেশনগুলোকে ব্যবহার করছেন। এ থেকে বের হয়ে আসতে হবে। ক্রীড়া ফেডারেশনগুলোকে দুর্নীতিমুক্ত রাখতে হবে।’ ক্রীড়া পরিবারের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদসহ বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ এবং ক্রীড়া সাংবাদিক, খেলোয়াড়, সংগঠক। Share this:FacebookX Related posts: আলহামদুলিল্লাহ আমি খুশি : সাঈদ খোকন কেন্দ্রীয় কার্যালয়ে সীমাবদ্ধ বিএনপির হরতাল শপথ গ্রহণ করলেন মহিউদ্দিন, স্মৃতি ও মিলন করোনা নিয়েও নালিশের রাজনীতি করছে বিএনপি : ওবায়দুল কাদের করোনা মোকাবেলায় চরমভাবে ব্যর্থ হয়েছে : মির্জা ফখরুল সাহারা খাতুনের মরদেহ আসছে রাতে, বনানীতে দাফন শেখ রাসেলের জন্মদিন আজ সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে বিএনপি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বান ফখরুলের আ.লীগে সুযোগ সন্ধানীদের কোন স্থান নেই : তথ্যমন্ত্রী আ.লীগের বিধানে দয়া-মায়ার লেশমাত্র নেই SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ত্যাগীদেরদুর্নীতিবাজদেরনির্মূল করেসুযোগ দিতে হবে