জামিন মেলেনি গোল্ডেন মনিরের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০ অনলাইন ডেস্ক : রাজধানীর বাড্ডা থানায় মাদক আইনে করা মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল শুনানি শেষে তা জামিনের আবেদন নামঞ্জুর করেন। এর আগে গত ১০ ডিসেম্বর অস্ত্র, বিশেষ ক্ষমতা এবং মাদক আইনের পৃথক তিন মামলায় গোল্ডেন মনিরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিনই মনিরের পক্ষে তার আইনজীবী মাদক মামলায় জামিন আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করেন। গত ২০ নভেম্বর গভীর রাতে রাজধানীর বাড্ডায় মনিরের বাড়ি ঘিরে রাখে র্যাব। ২১ নভেম্বর দুপুর পর্যন্ত টানা আট ঘণ্টা অভিযান চালিয়ে ওই বাসা থেকে ৬০০ ভরি সোনার গহনা, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা ও নগদ ১ কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়। র্যাব জানায়, ঢাকা ও আশপাশের এলাকায় দুই শতাধিক প্লট ও ফ্ল্যাটের মালিক গোল্ডেন মনির। রাজউকের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে জালিয়াতির মাধ্যমে অসংখ্য প্লট হাতিয়ে নেন তিনি। তবে প্রাথমিকভাবে ৩০টি প্লট ও ফ্ল্যাটের কথা স্বীকার করেছেন মনির। জব্দ করা হয়েছে দুটি বিলাসবহুল গাড়ি। প্রতিটির দাম প্রায় ৩ কোটি টাকা। এ ঘটনায় ২২ নভেম্বর র্যাব বাদী হয়ে বাড্ডা থানায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে। তিন মামলাই তদন্তাধীন রয়েছে। Share this:FacebookX Related posts: তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট টাঙ্গাইলে ৩ স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুজনের দায় স্বীকার মিরপুরে ডিস ব্যবসায়ী হত্যায় ৯ জনের যাবজ্জীবন বঙ্গবন্ধুর খুনি মাজেদের মৃত্যু পরোয়ানা জারি প্রতারণার অভিযোগ স্বীকার করেছেন শাহেদ সাহেদের জাতীয় পরিচয়পত্র স্থগিত প্রতারক সাহেদের মামলা তদন্ত করবে র্যাব ডেসটিনির চেয়ারম্যান-এমডিকে জামিন দেননি হাইকোর্ট জাহালমের ক্ষতিপূরণের রায় স্থগিত চেয়ে ব্র্যাক ব্যাংকের আবেদন ইরফান সেলিমের মামলা বিচারাধীন, এখনই মন্তব্য নয়: র্যাব ডিজি পি কে হালদারের বান্ধবী অবন্তিকা ৩ দিনের রিমান্ডে বড়পুকুরিয়া কয়লা কেলেঙ্কারিতে জামিনে মুক্ত ৬ সাবেক এমডিসহ ২২ কর্মকর্তা SHARES Matched Content আইন আদালত বিষয়: গোল্ডেন মনিরেরজামিন মেলেনি