সিনহা হত্যা: শিপ্রা-সিফাতের দুই মামলার সত্যতা মেলেনি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০ অনলাইন ডেস্ক : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় তার সহযোগী শিপ্রা দেবনাথ ও শাহেদুল ইসলাম সিফাতের বিরুদ্ধে পুলিশের দায়ের করা দুই মাদক মামলার সত্যতা পাননি তদন্ত কর্কমর্তা। আদালতে দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববার বেলা ১২টার দিকে দুই মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র কর্মকার রামু ও টেকনাফ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। গত ০৩ জুলাই স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের ৩ শিক্ষার্থীসহ ইউটিউব চ্যানেলের জন্য ভ্রমণ ভিডিও তৈরি করতে কক্সবাজারে যান। ৩১ জুলাই রাতে শামলাপুরের একটি পাহাড়ি এলাকায় শ্যুটিং শেষে ফেরার পথে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সিনহা। তার সঙ্গে থাকা শিক্ষার্থী সিফাতকে সিনহার গাড়ি থেকে এবং শিপ্রাকে হোটেল থেকে পুলিশ গ্রেফতার করে। সিনহা নিহতের ঘটনায় ও গাড়ি থেকে মাদক উদ্ধারের অভিযোগে টেকনাফ থানায় দুটি মামলা করে পুলিশ। যাতে সিনহা এবং তার সঙ্গে থাকা সিফাতকে আসামি করা হয়। আর নীলিমা রিসোর্ট থেকে শিপ্রাকে গ্রেফতার করার সময় মাদক পাওয়া যায় অভিযোগ করে তার বিরুদ্ধে রামু থানায় মামলা করা হয়। Share this:FacebookX Related posts: সিনহা হত্যা: এপিবিএনের ৩ সদস্য র্যাবের রিমান্ডে সিনহা হত্যা: রিপোর্ট পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সিনহা হত্যা: কোর্টে তদন্ত চলায় আমরা কোনো মন্তব্য করবো না: স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা: গুজবে কান না দেয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর ৩১২ বাংলাদেশিকে চীন থেকে ফেরাতে সরকারের ব্যয় ২ কোটি ৩০ লাখ টাকা রমজানে ঘরেই তারাবি পড়ুন: প্রধানমন্ত্রী দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৪ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেপ্তার মেডিকেল টেকনোলজিস্টদের অনশন অব্যাহত ২০২০-এ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৯৬৯ SHARES Matched Content জাতীয় বিষয়: দুই মামলার সত্যতা মেলেনিশিপ্রা-সিফাতেরসিনহা হত্যা