সিনহা হত্যা: শিপ্রা-সিফাতের দুই মামলার সত্যতা মেলেনি

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

অনলাইন ডেস্ক : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় তার সহযোগী শিপ্রা দেবনাথ ও শাহেদুল ইসলাম সিফাতের বিরুদ্ধে পুলিশের দায়ের করা দুই মাদক মামলার সত্যতা পাননি তদন্ত কর্কমর্তা।
আদালতে দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার বেলা ১২টার দিকে দুই মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র কর্মকার রামু ও টেকনাফ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ০৩ জুলাই স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের ৩ শিক্ষার্থীসহ ইউটিউব চ্যানেলের জন্য ভ্রমণ ভিডিও তৈরি করতে কক্সবাজারে যান। ৩১ জুলাই রাতে শামলাপুরের একটি পাহাড়ি এলাকায় শ্যুটিং শেষে ফেরার পথে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সিনহা। তার সঙ্গে থাকা শিক্ষার্থী সিফাতকে সিনহার গাড়ি থেকে এবং শিপ্রাকে হোটেল থেকে পুলিশ গ্রেফতার করে।

সিনহা নিহতের ঘটনায় ও গাড়ি থেকে মাদক উদ্ধারের অভিযোগে টেকনাফ থানায় দুটি মামলা করে পুলিশ। যাতে সিনহা এবং তার সঙ্গে থাকা সিফাতকে আসামি করা হয়।

আর নীলিমা রিসোর্ট থেকে শিপ্রাকে গ্রেফতার করার সময় মাদক পাওয়া যায় অভিযোগ করে তার বিরুদ্ধে রামু থানায় মামলা করা হয়।