বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: দেশজুড়ে সরকারি কর্মকর্তাদের প্রতিবাদ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০ অনলাইন ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সারাদেশের সড়কে নেমে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার সকাল এগারোটার দিকে রাজধানীসহ দেশজুড়ে শুরু হয় এই কর্মসূচি। কোথাও মানববন্ধন, কোথাও সমাবেশ করেছেন সরকারি চাকরিজীবীরা। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিচারকরাও মাঠে নেমেছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ জানাতে। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনেয়ারুল ইসলাম, পুলিশ মহাপরিদর্শক ড. বেনজির আহমদসহ সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন। ঢাকার কর্মসূচিতে তুলনামূলক নবীন কর্মকর্তাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আলাদা আলাদা ব্যানার নিয়ে তারা অনুষ্ঠানস্থলে হাজির হয়েছেন। কর্মসূচিতে অংশ নিয়ে সরকারি কর্মকর্তারা বলেন, জাতির পিতা ও বাংলাদেশ অভিন্ন। তাই কেউ বঙ্গবন্ধুকে অসম্মান করবে, তার ভাস্কর্য ভাঙচুর করবে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। কারণ জাতির পিতার প্রশ্নে কোনো আপস নেই। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও র্যালি করেছেন চট্টগ্রামের ১০০ বিচারক। সকাল সাড়ে ১০টায় নগরের দামপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি প্রতিবাদ শোভাযাত্রা দামপাড়া থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত প্রদক্ষিণ করে। মানববন্ধন শেষে জেলা দায়রা জজ আদালত মো. ইসমাইল হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজ সারাদেশ বিক্ষুব্ধ, বিচারকরাও তার অংশ। বিচারকরা বিচার করবে, একই সঙ্গে প্রতিবাদও করবে। নাগরিক হিসেবে বিচারকেরও দায়িত্ব আছে প্রতিবাদ মিছিলে শামিল হওয়ার।’ তিনি বলেন, ‘চট্টগ্রামের প্রায় ১০০ বিচারক আজকের মানববন্ধন ও শোভাযাত্রায় অংশ নিয়েছেন। তারা দেশবাসীকে জানাতে চাচ্ছেন বিচারকরা শুধু বিচার করেন না, প্রতিবাদও করতে জানেন। জাতির জনকের প্রশ্নে বিচারকদের সামনে আপস করার কোনো সুযোগ নেই। জাতির জনকের সম্মান অক্ষুণ্ন রাখা আমাদের দায়িত্ব।’ ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মানববন্ধনে বক্তরা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা মানে বাংলাদেশ কে অস্বীকার করা। তারা দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। নেত্রকোনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে নেত্রকোনা জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, কৃষি বিভাগ, শিক্ষা বিভাগ, স্বাস্থ্য, সড়কও জনপথ, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত, স্থানীয় প্রকৌশল অধিদপ্তরসহ সকল সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারিদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বেলা সাড়ে ১০ টা নেত্রকোনা পাবলিক হলে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমবেশে বক্তব্য রাখেন জেলা জজ হুমায়ুন কবির, পুলিশ সুপার আকবর আলী মুনসী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, সড়কও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হামিদুল ইসলাম। Share this:FacebookX Related posts: এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা: গুজবে কান না দেয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর ৩১২ বাংলাদেশিকে চীন থেকে ফেরাতে সরকারের ব্যয় ২ কোটি ৩০ লাখ টাকা রমজানে ঘরেই তারাবি পড়ুন: প্রধানমন্ত্রী দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৪ আইসিইউতে ভালো ফল পাওয়া যায়নি, ৯ রোগীর ৮ জনেরই মৃত্যু রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা ‘বিশ্বস্ত এক সহযোদ্ধাকে হারালাম’ আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেপ্তার মেডিকেল টেকনোলজিস্টদের অনশন অব্যাহত আজ থেকে শুরু ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২০২০-এ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৯৬৯ SHARES Matched Content জাতীয় বিষয়: দেশজুড়েবঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরসরকারি কর্মকর্তাদের প্রতিবাদ