শিশু জশ হত্যায়,মা কারাগারে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০ মো:আতিয়ার রহমান খুলনাঃখুলনার বটিয়াঘাটা এলাকার এএসআই অমিত কুমার মন্ডলের ছেলে অনুভব মন্ডল জশ হত্যা ঘটনায় মা তনুশ্রী মন্ডলকে জেলহাজতে ও কাকা অনুপম মন্ডলকে রিমান্ডে নিয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাত সোয়া ১০টায় পুলিশ তনুশ্রী মন্ডলকে গ্রেফতার করে। গ্রেফতার পরে তাকে দুপুরে আদালতে নেয়া হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে শিশু জশের কাকা অনুপ মন্ডলকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করলে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক নয়ন বিশ্বাস ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, মঙ্গলবার সকালে এএসআই অমিত কুমার মন্ডল বাদী হয়ে তার ভাই অনুপ মন্ডলকে আসামী করে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন (নং- ১ ) খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক নয়ন বিশ্বাসের আদালতে জবানবন্দী দিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তরিত জানা যায়নি এখন ও প্রযন্ত। বটিয়াঘাটা উপজেলার ফুলতলা গ্রামের অমিত মন্ডল ঢাকার বাড্ডা থানায় এএসআই পদে কর্তব্যরত। স্ত্রী তনুশ্রী মন্ডল একমাত্র পুত্র সস্তান জশকে (৫) নিয়ে ঢাকায় থাকতেন। গত ২৯ নভেম্বর রাত ৮টার দিকে স্ত্রী-পুত্র সহ তারা বটিয়াঘাটা গ্রমের বাড়িতে আসেন রাস পূজা উপলক্ষে ৩০ নভেম্বর সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশু জশের লাশ উদ্ধার করে পুলিশ।তবে এলাকা বাসি মনে করছেন এটা একটা শিুশু হত্যা আসল অপরাধীদের ধরলে সব ঘটনা বেরিয়ে আসবে।এদিকে শিশু জশের কাকা অনুপ মন্ডলকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ এখন প্রযন্ত তার কাছে থেকে কোন তথ্য পাওয়া যায়নি বলে পুলিশ জানায়। Share this:FacebookX Related posts: পরকীয়ার অভিযোগে স্ত্রীর পায়ের রগ কাটায় কারাগারে স্বামী SHARES Matched Content প্রচ্ছদ বিষয়: কারাগারেমাশিশু জশহত্যায়