হালুয়াঘাটে নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০ এম,এ মালেক, হালুয়াঘাট (ময়মনসিংহ): ময়মনসিংহের হালুয়াঘাটে সারা দেশের ন্যায় ধর্ষণ সহ সকল নারী নির্যাতন প্রতিরোধে নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হালুয়াঘাট পৌরসভা বিট পুলিশ এর আয়োজনে শনিবার (১৭ অক্টোবর) সকালে পৌরশহরের হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে জয়িতা মহিলা মার্কেট চত্বরে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয় । উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবীরুলস ইসলাম বেগ,সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ,যুগ্ম সম্পাদক মোরর্শেদ আনোয়ার খোকন,সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাঞ্চন কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, হালুয়াঘাট সার্কেলের পুলিশ পরির্দশক মোঃ আব্দুল হালিম। বিট পুলিশিং অনুষ্ঠনে সভাপতির বক্তব্যে ও উদ্বোধন অনুষ্ঠানে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বিট পুলিশিংয়ের প্রয়োজনীয়তা এবং এর ব্যবহার নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, পুলিশ বাহিনীর নতুন মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের উদ্যোগে এ বিষয়টির কাজ চলমান রয়েছে। বিট পুলিশিং এর ফলে জনগণ এখন থেকে পুলিশ বাহিনীর সেবা ইউনিয়ন পর্যায় থেকেই পাবেন। উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডে বিট পুলিশিং এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপস্থিত বক্তাগণ বক্তব্যে বলেন ‘সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম নিঃসন্দেহে সরকারের একটি প্রশংসনীয় পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, এ পদক্ষেপের ফলে জনগণ পুলিশের কাছ থেকে আইনি সহায়তা অতিদ্রুত সময়ের মধ্যে ভোগ করতে পারবেন।’ পুলিশের এ ধরনের উদ্যোগের জন্য হালুয়াঘাটবাসীর পক্ষ থেকে আইজিপি ড. বেনজীর আহমেদকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি সকলকে ধর্ষণ সহ নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ করতে আহবান জানান। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্ধসহ হালুয়াঘাট থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, হালুয়াঘাট থানার পুলিশ সদস্যগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বিট পুলিশিং অনুষ্ঠনে উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: তাহিরপুরে বালির উপর বাঁধ: শঙ্কায় কৃষক ! দেশের এমন কোনো এলাকা নেই যেখানে উন্নয়ন হয়নি : নাসিম ৯৯৯ এর সফলতা-মাদ্রাসা ছাত্রী উদ্ধার: হালুয়াঘাটে ১০ অপহরণকারী আটক গোপালগঞ্জে বাস ও নসিমনের সংঘর্ষে নিহত-৫ মির্জাগঞ্জে যুবকের করোনা শনাক্ত : ৫ ঘর লকডাউন গৌরীপুরে বিএনপি নেতার পত্নী বিয়োগ মশার উপদ্রব: ডেঙ্গু আতংকে বেনাপোলবাসী খুলনায় করোনা আক্রান্ত ১১ জনের পরিবারের পাশে যুবলীগ নেতা ৩৫০ পিস নিষিদ্ধ লোপেন্টাসহ মাদক কারবারি গ্রেফতার নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে ধাক্কা কাভার্ডভ্যানে, নিহত ২ শার্শায় মাঠ জুড়ে বিভিন্ন জাতের সরিষা চাষ কামরাঙ্গীরচরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬ SHARES Matched Content সকল খবর বিষয়: