গোপালগঞ্জে বাস ও নসিমনের সংঘর্ষে নিহত-৫ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক ; গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও নসিমনের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার পারুলিয়া এলাকার বদির(৩০),মিজান (৪৩),সুমন (২৮), সিরাজুল ইসলাম(৪০)ও অজ্ঞাত (৪০)। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফালগুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে লিংক রোড থেকে হাইওয়েতে উঠার সময় একটি শ্রমিকবাহী নসিমনের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মিজান নামে এক শ্রমিক নিহত হন ও ১১ জন শ্রমিক গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে বদির ও সুমন মারা যান। গুরুতর আহত ৯ জনকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৬ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে অজ্ঞাত একজন (৪০) এবং দুই জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সিরাজুল মোল্লা(৩০)নামে একজন নিহত হয়। পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মকিমুল ইসলাম জানিয়েছেন, নিহত ও আহত শ্রমিকরা তার ইউনিয়নের বাসিন্দা। তারা বিল্ডিং-এ ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন। Share this:FacebookX Related posts: গোপালগঞ্জে ট্রাকের চাপায় স্কুল শিক্ষিকা নিহত গোপালগঞ্জে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করোনা প্রতিরোধে গোপালগঞ্জে জীবানুনাশক স্প্রে গোপালগঞ্জে করোনা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে করোনায় আক্রান্ত ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন গরমে তাল শাঁসের কদর বেড়েছে গোপালগঞ্জে গোপালগঞ্জে করোনায় মৃত ব্যক্তির মুখাগ্নি করলেন ইউএনও গোপালগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজি বাইক চালক নিহত গোপালগঞ্জে সাংবাদিকদের মাঝে পিপিই মাক্স বিতরণ গোপালগঞ্জে পৃথক স্থান থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নমুনা সংগ্রহ ও ঔষধ বিতরণ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: গোপালগঞ্জেবাস ও নসিমনেরসংঘর্ষে নিহত-৫