ঠাকুরগাঁওয়ে জামাই হত্যায় শ্বশুরের মৃত্যুদণ্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০ নিউজ ডেস্ক :ঠাকুরগাঁওয়ে জামাই পশির উদ্দিনকে (২৯) হত্যা মামলার রায়ে শ্বশুর নুরুল হককে (৬০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে শাশুড়ি মাজেদা বেগম (৫৫), স্ত্রী নার্গিস বেগম (৩২) ও শ্যালক মাজেদুল হককে (৩০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সঙ্গে এদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত মাজেদুল পলাতক রয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিএম তারিকুল কবীর এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ। দণ্ডিতদের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে। মামলার আরেক আসামি শাপলা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার ফরিদপুর গ্রামের নুরুল হকের বড় মেয়ে সাহেরা খাতুন নিজ বাড়িতে খুন হয়। এ ঘটনায় ছোট মেয়ের জামাই পশির উদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। ওই মামলায় গ্রেফতার হয়ে ছয় মাস হাজতে থাকার পর জামিনে মুক্ত হয়ে বাসায় যান পশির। ২০১১ সালের ১২ আগস্ট স্ত্রী নার্গিস বেগম স্বামী পশিরকে বাড়িতে ডেকে নেন। বাড়িতে ডেকে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পশিরের বাবা হত্যা মামলা করেন। মামলার রায়ে শ্বশুর নুরুল হককে মৃত্যুদণ্ড, শাশুড়ি মাজেদা বেগম, স্ত্রী নার্গিস বেগম ও শ্যালক মাজেদুল হককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত Share this:FacebookX Related posts: ঠাকুরগাঁওয়ে ভিক্ষুক পুনর্বাসনে গরু প্রদান পঞ্চগড়ে হিন্দু পুরোহিতকে হত্যার দায়ে ৪ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড ঠাকুরগাঁওয়ে কিস্তি তুলতে গিয়ে ৩ এনজিও কর্মী আটক ঠাকুরগাঁওয়ে শত বছরের গোরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে আশরাফ আলী নামে এক আম ব্যবসায়ীর লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত পাকিস্তানে গার্মেন্টস ট্র্যাজেডি: ২ জনের মৃত্যুদণ্ড, খালাস নেতারা ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী যুবক নিহত শিশু সামিউল হত্যা : মা ও প্রেমিকের মৃত্যুদণ্ড ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর কাকরাইলে মা-ছেলে হত্যা : ৩ আসামির মৃত্যুদণ্ড ঠাকুরগাঁওয়ে ঘুষ নেয়ার সময় দুদকের হাতে ধরা খেলেন ভূমি কর্মকর্তা SHARES Matched Content সকল খবর বিষয়: জামাইঠাকুরগাঁওয়েমৃত্যুদণ্ডশ্বশুরেরহত্যায়