শপথ নিলেন পিএসসি সদস্য শামীম আহসান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০ নিউজ ডেস্ক :বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নবনিযুক্ত সদস্য মো. শামীম আহসান শপথ নিয়েছেন। রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাকে শপথ পাঠ করান বলে পিএসসি থেকে জানানো হয়েছে। বলা হয়েছে, রাষ্ট্রপতির নির্দেশক্রমে সরকারের বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহসানকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের বিজ্ঞ সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়। রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিয়োগপ্রাপ্ত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, সদস্যবৃন্দ, কমিশন সচিবালয়ের সচিব এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথের পর শামীম আহসান ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুস্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের দর্শনার্থী খাতায় নিজের অনুভূতি লিপিবদ্ধ করেন তিনি। Share this:FacebookX Related posts: শপথ নিলেন কুয়েতের নতুন আমির যুবরাজ শেখ নওয়াফ এমপি পদে শপথ নিলেন নাসিমপুত্র জয় শপথ নিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব বিশ্বাস SHARES Matched Content প্রচ্ছদ বিষয়: আহসাননিলেনপিএসসিশপথশামীমসদস্য