দেড় মাসের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০ নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ ও নারী ৫ জন। গত দেড় মাস পর ২৪ ঘণ্টায় করোনায় কম রোগীর মৃত্যু হলো। গত ২৮ মে এতে ১৫ জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৮২৩ জনে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি পরীক্ষাগারে ১৩ হাজার ২৫৮টি নমুনা সংগ্রহ হয়। এর মধ্যে ১৩ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৬১৫ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৪২ হাজার ৬৭১ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭০ হাজার ১০৬টি। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৪৭ হাজার ৯৬৯ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৯শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭২ দশমিক ৩৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ। Share this:FacebookX Related posts: করোনায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে, কম ময়মনসিংহে করোনায় ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু, নতুন ১৯৫০ রোগী শনাক্ত করোনায় ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ১৮৯২ করোনায় ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৪৭৬ দেশে করোনায় আরো ৪৩ মৃত্যু, শনাক্ত ১৭২৪ করোনায় ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৬৬ করোনায় আরও ২৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৪০ করোনায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৫ করোনায় একদিনে আড়াই হাজারের বেশি সুস্থ করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১১২৫ করোনায় আরও ৩৬ জনের মৃত্যু SHARES Matched Content জাতীয় বিষয়: করোনায়দেড়মধ্যেমাসেরমৃত্যুসর্বনিম্ন