হাসপাতাল থেকে লাফিয়ে বিদেশি নাগরিকের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০ নিউজ ডেস্ক : রাজধানী ধানমন্ডির ল্যাবএইড হাসপাতাল থেকে লাফিয়ে পড়ে মিখাইল স্টেলমাখ (২৯) নামের এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তিনি বেলারুশের নাগরিক। সোমবার (১৪ সেপ্টেম্বর) ধানমন্ডি থানার উপ-পরিদশর্ক (এসআই) মো. রায়হানুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রোববার ভোর সাড়ে ৫টার দিকে মিখাইল স্টেলমাখ নামে ওই ব্যক্তি হাসপাতাল থেকে লাফিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় বিকেল পৌনে ৩টার দিকে ওই হাসপাতালেই তার মৃত্যু হয়। গত মাসে তিনি করোনা পজিটিভ হলে সহকর্মীরা তাকে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে ভর্তি করেন। মো. রায়হানুল করিম জানান, ল্যাবএইড হাসপাতালের ষষ্ঠ তলায় ভর্তি ছিলেন তিনি। সাত-আটবার তার করোনা পরীক্ষা করা হয়। একবার পজিটিভ আসে, আবার নেগেটিভ, আবার পজিটিভ আসে। এ কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। গতকাল রোববার ভোরে ষষ্ঠ তলায় বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে জানালা দিয়ে তিনি লাফিয়ে নিচে পড়েন বলে প্রাথমিক তদন্তে জানা যায়। এতে গুরুতর আহত হলে তাকে ল্যাবএইড হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, আমরা খবর পেয়ে রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠাই। ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহতের বাবার নাম ইভান। পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফিটার হিসেবে কাজ করতেন তিনি। Share this:FacebookX Related posts: সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে ১৩ মামলার আসামির মৃত্যু করোনায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে, কম ময়মনসিংহে মসজিদে বিস্ফোরণে আরও দুইজনের মৃত্যু, মোট ৩১ ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৪ নতুন করে আক্রান্ত ১৭৯২ করোনায় ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৪৭৬ দেড় মাসের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ইলিশ ধরা-বিক্রি নিষিদ্ধ এক সপ্তাহে পরীক্ষা শনাক্ত সুস্থতা মৃত্যু সবই কমেছে করোনায় ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু করোনায় আরও ২৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৪০ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পিছিয়ে ৪ অক্টোবর থেকে শুরু করোনায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৫ SHARES Matched Content জাতীয় বিষয়: থেকেনাগরিকেরবিদেশিমৃত্যুলাফিয়েহাসপাতাল