মধ্যরাতে চলন বিলে আটকে পড়া নৌযান থেকে ৪০ যাত্রী উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০ অনলাইন ডেস্ক : ৯৯৯ এ পথ হারিয়ে চরে আটকে পড়া নৌযানের এক যাত্রীর ফোন কলে নাটোরের চলন বিল থেকে ৪০ জন যাত্রীকে উদ্ধার করেছে সিংড়া থানার পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টায় বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯’এ স্বপন কুমার সাহা (৪৫) নামে একজন কলার ফোন করেন। তিনি জানান, নাটোরের চলনবিলে ঝড়-বৃষ্টির মধ্যে তারা পথ হারিয়ে একটি চরে আটকা পড়েছেন। তারা নওগাঁর আত্রাই থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে নারী ও শিশুসহ মোট ৪০ জন যাত্রী নাটোরের পিসিখালী মাজার পরিদর্শন ও চলনবিল ভ্রমণের জন্য বুধবার বেলা ১২টায় রওনা দিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় নাটোরের পিসিখালী মাজারে পৌঁছান। যাত্রী স্বপন কুমার সাহা জানান, এরপর রাত ১২টায় তারা ফিরতি পথে যাত্রা শুরু করেন। কিন্তু কিছুদূর চলার পর তারা ঝড়-বৃষ্টির কবলে পড়েন এবং পথ হারিয়ে ফেলেন। দিক্বিদিক ভাসতে ভাসতে একটি চরে আটকা পড়েন। কলার যখন ৯৯৯ এ ফোন করেন তখন ফোনের অপর প্রান্ত থেকে নারী ও শিশুদের কান্নাকাটির আওয়াজ শোনা যাচ্ছিল। কলার বলছিলেন- বিলে তখন বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছিল, আতঙ্কিত হয়ে নারী ও শিশুরা কান্নাকাটি করছিলেন। কিন্তু কলার তার সঠিক অবস্থান জানাতে পারছিলেন না। সঠিক অবস্থান না জেনে বিশাল চলন বিলে রাতের অন্ধকারে একটি নৌকা খুঁজে পাওয়া ভীষণ দুরূহ একটি কাজ। একপর্যায়ে ৯৯৯ এর পরামর্শে কলার তার ফোনের জিপিএস অন করেন এবং গুগল ম্যাপের সাহায্যে অবস্থান জানান চলন বিলের সিংড়া থানাধীন আনন্দনগর কেন্দ্রীয় মসজিদের কাছাকাছি এলাকায়। ৯৯৯ থেকে পরামর্শ দেয়া হয় উদ্ধারকারী দলের বোটের আওয়াজ পেলে তারা যেন তাদের কাছে থাকা সব মোবাইল ফোন অন করে সিগন্যাল দেন যাতে রাতের অন্ধকারে তাদের অবস্থান চিহ্নিত করা যায়। ৯৯৯ তাৎক্ষণিক ভাবে কলারের সঙ্গে সিংড়া থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। কিন্তু থানায় কোন নৌযান ছিলো না। পরে থানার ব্যবস্থাপনায় একটি বোট ভাড়া করে সিংড়া থানা থেকে একটি উদ্ধারকারী দল রওনা দেয়। পরে ভোর রাত সাড়ে ৩টায় সিংড়া থানা পুলিশের উদ্ধারকারী দলের এএসআই আরিফ ৯৯৯ কে ফোনে জানান তারা ঘটনাস্থলে পৌঁছে চর থেকে নৌকাটি নামানোর ব্যবস্থা করেন এবং সব যাত্রীকে উদ্ধার করে পথ দেখিয়ে তীরে নিয়ে আসেন। নৌকায় থাকা যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। ৯৯৯ থেকে পরে কলারকে ফোন করলে তিনি উদ্ধার পাওয়ার আনন্দে ৯৯৯ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। Share this:FacebookX Related posts: ভারতে আটকে পড়া বাংলাদেশিদের সমস্যা সমাধানে সচেষ্ট সরকার নিজ দেশে ফিরে গেলেন বাংলাদেশে আটকে পড়া শতাধিক ভারতীয় আটকে পড়া মালয়েশিয়া প্রবাসীদের ফিরিয়ে নিতে অনুরোধ অর্থনৈতিক কূটনীতি চালানোর নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর মাদক নির্মূলে তিনভাবে কাজ করছি : স্বরাষ্ট্রমন্ত্রী বৃষ্টিতে সৈয়দ আশরাফের সমাধিতে শ্রদ্ধা জানালো আ.লীগ এনআরসির প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না : শ্রিংলা পবিত্র শব-ই-কদর আজ ঈদে ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফিরতে বাধা নেই সিনহা হত্যাকাণ্ডের তদন্তে সন্তুষ্ট রাওয়া করোনায় সুস্থতার সংখ্যা ছাড়ালো দেড় লাখ একজনের টিকিটে ট্রেনে অন্যজন ভ্রমণে ৩ মাসের দণ্ড SHARES Matched Content জাতীয় বিষয়: ৪০ যাত্রী উদ্ধারআটকে পড়াচলন বিলেনৌযান থেকেমধ্যরাতে