নিজ দেশে ফিরে গেলেন বাংলাদেশে আটকে পড়া শতাধিক ভারতীয় দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০ অনলাইন ডেস্ক : দীর্ঘ ৩ মাসেরও বেশি সময় বাংলাদেশে আটকে থাকা শতাধিক ভারতীয় নাগরিক নিজ দেশ ফিরে গেলেন। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ ১১৫ জন পাসপোর্টধারী ভারতীয় নাগরিক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরে যান। আখাউড়া স্থল বন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, বাংলাদেশে যেসব ভারতীয় নাগরিক আটকে ছিলেন ভারতীয় হাইকমিশনে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে দ্বিতীয় দফায় ১৩৪ জনের মধ্যে বৃহস্পতিবার ১১৫ জন নিজ দেশে ফিরে গেছেন। শুক্রবার এ পথে আরও ১৫৪ জন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার কথা রয়েছে। করোনার সংক্রমণ রোধে চলতি বছরের ২৪ মার্চ ভারত জুড়ে লকডাউন ঘোষণা করে দেশটির সরকার। অন্যদিকে ২৬ মার্চ থেকে বাংলাদেশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর মধ্যেও ভারতে আটকে পড়া বাংলাদেশিদের নিজ দেশে ফিরে আসতে অসুবিধা হয়নি। কিন্তু বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরার সুবিধা ছিল না। ঢাকার ভারতীয় হাইকমিশন অনলাইন রেজিস্ট্রেশন করিয়ে এই প্রক্রিয়া শুরু করেছে। ভারতে লকডাউন ঘোষণার পর বৃহস্পতিবার আখাউড়া দিয়ে দ্বিতীয় দফায় নিজ দেশে ফিরতে শুরু করেছেন ভারতীয়রা। গত ২৮ মে প্রথম দফায় আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে ১০৬ জন পাসপোর্টধারী ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে যান। Share this:FacebookX Related posts: বাংলাদেশে আরো ২ জন করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশে নতুন করে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত ভারতে আটকে পড়া বাংলাদেশিদের সমস্যা সমাধানে সচেষ্ট সরকার ‘আমরা প্রমাণ করব, এত বড় বাজেটও বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব’ বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন বিক্রম দোরাইস্বামী বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন পেল চীনের ভ্যাকসিন ভারতীয় ভিসা উন্মুক্তের বিষয়ে যা বললেন রীভা গাঙ্গুলি বাংলাদেশে করোনাভাইরাস আরো ৩৪ জনের মৃত্যু মধ্যরাতে চলন বিলে আটকে পড়া নৌযান থেকে ৪০ যাত্রী উদ্ধার করোনার নতুন ধরন শনাক্ত বাংলাদেশেও আটকে পড়া মালয়েশিয়া প্রবাসীদের ফিরিয়ে নিতে অনুরোধ বাংলাদেশে ফিরছেন ড. বিজন SHARES Matched Content জাতীয় বিষয়: আটকে পড়ানিজ দেশেফিরে গেলেনবাংলাদেশেভারতীয়শতাধিক