পাসপোর্ট নিয়ে রোহিঙ্গাদের বিদেশযাত্রার কথা জানে না সরকার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০ স্টাফ রিপোর্টার : বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কোনো রোহিঙ্গার সৌদি আরব যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকার কিছু জানে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সৌদি আরব বা অন্য কোনো দেশ থেকে রোহিঙ্গা পরিচয়ে কোনো ব্যক্তি বাংলাদেশে ফেরত আসেনি বলেও দাবি করেন তিনি। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘বিমসটেক ট্রাডিশনাল হেলথ কেয়ার-২০২০’ এর আনুষ্ঠানিক উদ্বোধনের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ড. মোমেন জানান, সৌদি আরবে বাংলাদেশি পাসপোর্টধারী রোহিঙ্গাদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। সেখানে আমাদের দূতাবাস এবং সৌদি সরকার কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। জানালে আমরা এর প্রতিবাদ করব। তিনি বলেন, সৌদিতে এখন অর্থনৈতিক অবস্থা ভালো যাচ্ছে না। সেখানে আমাদের দেশের অনেক প্রবাসী আছেন যাদের কাজ নেই। এটা স্বাভাবিক যে, কাজ না থাকলে দেশে চলে আসবেন। তবে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে রোহিঙ্গা যাওয়ার এবং ফেরত আসার কোনো ঘটনা ঘটেনি। সৌদি বা অন্য কোনো দেশ থেকেও রোহিঙ্গা পরিচয়ে কোনো ব্যক্তি ফেরত আসেনি। কক্সবাজার থেকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারের বিষয়ে মন্ত্রী বলেন, পাচারকারীদের নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। Share this:FacebookX Related posts: ‘শিশুদের পরীক্ষাভীতি কাটাতে সফল সরকার’ ‘শিশুদের পরীক্ষাভীতি কাটাতে সফল সরকার’ সরকার নারী নির্যাতনের ঘটনাকে বিচারহীন অবস্থায় রেখে দিতে চায় না: আইনমন্ত্রী বিমানের অনিয়ম ঠেকাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে : মাহবুব আলী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারের নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দেয়া হবে- মন্ত্রিপরিষদ সচিব কয়েকটি এলাকা লক ডাউন করার কথা ভাবছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী ১০ টাকায় চাল দেবে সরকার সরকার করোনাভাইরাস জনিত যেকোন কঠিন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে : প্রধানমন্ত্রী ‘করোনা মোকাবেলায় সরকার প্রস্ততি নিয়েছে’ সরকার জনগণের মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী মুজিববর্ষের মেয়াদ বাড়িয়েছে সরকার SHARES Matched Content জাতীয় বিষয়: পাসপোর্ট নিয়েবিদেশযাত্রার কথা জানে নারোহিঙ্গাদেরসরকার