যে কারণে লন্ডন যাচ্ছেন তামিম

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

নিজস্ব প্রতিবেদক : করোনা আবহের মধ্যেই আগামী সপ্তাহে দেশ ছাড়ছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। নিজের উন্নত চিকিৎসার জন্যেই দেশ ছাড়বেন এই বাঁহাতি ব্যাটসম্যান। শুরুতে থাইল্যান্ড বা সিঙ্গাপুরে যাবার কথা থাকলেও শেষ পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় লন্ডনকে বেছে নেন তামিম।

বেশ কিছুদিন ধরেই অন্ত্রে ব্যথা অনুভব করায় চিকিৎসকের শরণাপন্ন হন টাইগার কাপ্তান। তবে নানাবিধ পরীক্ষা ও সিটি স্ক্যান করিয়েও সমস্যার সমাধান না হওয়ায় বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করছেন।

সব কিছু ঠিক থাকলে আগামী ২৫ জুলাই দেশ ছাড়ছেন তামিম। মঙ্গলবার (২১ জুলাই) দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিককে বিষয়টি নিশ্চিত করেন তামিম। জানা গেছে লন্ডনে অবস্থানরত চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের এই দলপতি।