গোটা বিশ্ব থমকে গেলেও দেশে উন্নয়নমুলক কাজ চলছে : নৌ প্রতিমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০ স্টাফ রিপোর্টার : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, করোনাভাইরাসের প্রাদূর্ভাবে গোটা বিশ্বের উন্নয়ন থমকে গেলেও আমাদের দেশের উন্নয়ন কর্মকান্ড চলছে।স্বাস্থ্যবিধি মেনে এই সংকটময় মূহুর্তেও জাতির জনক বঙ্গবন্ধ’রু কন্যা দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা দেশের তৃণমুল পর্যায়েও উন্নয়নের জোয়ার অব্যাহত রেখেছি। তিনি আজ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ২২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও মালামাল বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। আজ শনিবার সকালে বোচাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ৫ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে বোচাগঞ্জ উপজেলাধীন উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাাসনিক ভবন ও হলরুমের ভিত্তি প্রস্থর স্থাপন,১২ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ সুগারমিল রোড হতে রামপুর হাট- নাউয়াভিটা-সুকদেবপুর চৌরাস্তায় হয়ে মাহেরপুর হাট পর্যন্ত ১২. ৪ কিলোমিটার আধুনিক মানের রাস্তা প্রশস্ত করণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন, ৩ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে বোচাগঞ্জ উপজেলাধীন গোপেন সাহার হাটে দ্বিতল গ্রামীণ বাজার ভবন (চার-তলা ভিত বিশিষ্ট) নির্মাণ কাজের ভিত্তি প্রস্থও স্থাপন এবং ১৬ লাখ টাকা ব্যয়ে ২০১৯-২০২০ ইং অর্থ বছরের এডিপি প্রকল্পের আওতায় হুইল চেয়ার, ভ্যানগাড়ী ও বাইসাইকেল, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। অন্যদিকে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এসময় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, দিনাজপুর এলজিআরডি নির্বাহী প্রকৌশলী এস,এম জাকিউর রহমান, বোচাগঞ্জ উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেননহ অন্যরা উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: করোনাভাইরাসে দেশে নতুন আক্রান্ত ৩ জন দেশে হোম কোয়ারেন্টাইনে ৪৭১৮১, ছাড়পত্র পেয়েছেন ১৬৫৬৪ জন দেশে করোনায় আরও দুজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৭০ দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৪ দেশে করোনায় নতুন মৃত্যু ৯ আক্রান্ত ৩০৯ দেশে নতুন করোনা আক্রান্ত ৪৯৭, মৃত-৭ দেশে করোনায় নতুন মৃত্যু ২১, শনাক্ত ১১৬৬ দেশে সূর্যগ্রহণ চলছে করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ৪২ মৃত্যু দেশে করোনা শনাক্তের ৬৪ শতাংশই ঢাকার দেশে করোনায় আরও ৩০ মৃত্যু দেশে ঋণখেলাপি ৩ লাখ ৩৫ হাজার SHARES Matched Content জাতীয় বিষয়: উন্নয়নমুলক কাজ চলছেগোটা বিশ্ব থমকে গেলেওদেশেনৌ প্রতিমন্ত্রী