করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ৪২ মৃত্যু

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। নতুন ৪২ জন নিয়ে মোট মৃত্যু- ২,৭৫১ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে আরও ২৭৪৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট সনাক্ত দাঁড়াল- ২,১৩,২৫৪ জন।

বুধবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা- ১২,০৫০ টি। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন- ১,৮০৫ জন। নতুন ১,৮০৫ জন নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন- ১,১৭,২০৪ জন।

ওয়ার্ডোমিটারের তথ্যমতে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ৫১ লাখ ৭৩২৭ জন। মৃতের সংখ্যা ৬ লাখ ১৯ হাজার ৮১২ জন। ৯১ লাখ ২৮ হাজার ১৫৮ জন রোগী সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।