দেশে নতুন করোনা আক্রান্ত ৪৯৭, মৃত-৭

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

অনলাইন ডেস্ক ; বাংলাদেশে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯৭ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। মারা গেছেন আরো ৭ জন। এ নিয়ে করোনা ভাইরাসে দেশে শনাক্তকৃত মোট রোগীর সংখ্যা ৫৯১৩ জন। মোট মৃতের সংখ্যা ১৫২ জন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে, ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য মার্চেই ব্যবস্থা নেয় সরকার। বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। পঞ্চম দফায় বাড়িয়ে সেই ছুটি করা হয়েছে আগামী ৫ মে পর্যন্ত।

বিশ্বে এখন পর্যন্ত ২৯ লাখ ৯৪ হাজার ৭৩৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৬ হাজার ৯৯০ জন। অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৮ লাখ ৭৮ হাজার ৮১৬ জন।

এরমধ্যে যুক্তরাষ্ট্রে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৯ লাখ ৮৭ হাজার ১৬০ জনের শরীরে। সেখানে মারা গেছেন ৫৫ হাজার ৪১৩ জন।