স্বাস্থ্যের ডিজিকে শোকজ

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

অনলাইন ডেস্ক : স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। রোববার সন্ধ্যায় তাকে এ নোটিশ দেয়া হয়েছে।
‘রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি স্বাক্ষর মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে’- স্বাস্থ্য অধিদপ্তরের এই চিঠির বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়েছে অধিদপ্তরের মহাপরিচালকে শোকজ করা হয়েছে।

মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে কী বোঝানো হয়েছে এবং রিজেন্টের সঙ্গে চুক্তি স্বাক্ষরের আগে কী কী বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে তা জানাতে বলা হয়েছে।

এর আগে (শনিবার) প্রতারণা ও অনিয়মের অভিযোগে বন্ধ করে দেয়া বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল ও জেকেজি গ্রুপের প্রতারণার বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।