সারাদেশে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন রাতকানা রোগ নির্মূলের প্রত্যয় দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০ নিউজ ডেস্কঃ শিশুর রাতকানা রোগ একসময় আতঙ্কের নাম ছিলো। এখন সেই ভীতি জনমনে আর নেই। ইতোমধ্যে শূন্যের কোঠায় নেমে আসার প্রত্যয়ে কাজ করছে সরকার।রাতকানা রোগ মোকাবিলায় বড় হাতিয়ার ছিলো শতভাগ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো। সরকারের এই চ্যালেঞ্জিং কাজের আন্তর্জাতিক স্বীকৃতিও মিলেছে।ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর সাফল্যেও জন্য ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত হয়েছেন।গতকাল শনিবার শুরু হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন। সারা দেশের প্রায় দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। গত বছর ভিটামিন ‘এ’ ক্যাপসুলের ক্যাম্পেইনের আগ মুহূর্তে ওষুধের মান নিয়ে প্রশ্ন ওঠায় সরকার ক্যাম্পেইন স্থগিত করতে বাধ্য হয়েছিল।কিন্তু এ বছর তেমন কোনো বিতর্ক ছড়ায়নি। এ বছর ক্যাম্পেইনের আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ক্যাপসুলের মানের কোনো সমস্যা নেই।এবার ক্যাপসুল একাধিকবার ল্যাব টেস্ট করা হয়েছে। ৫৯ মাস বয়সি শিশুদের মাঝে রাতকানা রোগের হার ছিলো ৩ দশমিক ৭৬ শতাংশ। বর্তমানে সেটা এক শতাংশের নিচে নেমে এসেছে।সেটাকে শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করছে সরকার। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কার্যক্রম পরিচালিত হয়েছে।দেশের স্থায়ী এক লাখ ২০ হাজার। আরো ২০ হাজার বাস স্ট্যান্ড, লঞ্চঘাট, রেল স্টেশনসহ অস্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্রে প্রতি কেন্দ্রে দু’জন করে মোট দুই লাখ ৮০ হাজার প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক, স্বাস্থ্যকর্মী ও পরিবার কল্যাণ কর্মীর মাধ্যমে ছয় থেকে ৫৯ মাস বয়সি প্রায় দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এদের মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সি এক কোটি ৮৮ লাখের অধিক শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ছয় থেকে ১১ মাস বয়সি ২৪ লাখের অধিক শিশুকে নীল রঙের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।এছাড়াও গতকাল ১০ থেকে ১২ জানুয়ারি এবং ১৭ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার পর গাজীপুর জেলার সব উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১১ জানুয়ারির পরিবর্তে ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।বিশেষজ্ঞরা বলছেন, বিটামিন ‘এ’ ক্যাপসুল শুধু রাতকানা রোগ থেকে মুক্তি দেয় না, এই ভিটামিন শিশুদের আরও বহুবিধ উপকার করে। শিশুর রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টিশক্তি ভালো রাখে ও শিশুমৃত্যুর হার কমায়। তাই পরিবারের শিশুদের সচেতনভাবে এই ক্যাপসুল খাওয়াতে হবে। গতকাল সকালে রাজধানীর ঢাকা শিশু হাসপাতাল চত্বরে বেলুন উড়িয়ে ও শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুসহ সবার জন্যই গুরুত্বপূর্ণ। ভিটামিন ‘এ’-এর অভাবে আগে চার শতাংশ মানুষ রাতকানা রোগে ভুগতো। বর্তমানে তা এক শতাংশের নিচে নেমে এসেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় আজ দেশে রাতকানা রোগ আর নেই বললেই চলে। এই সাফল্য আমাদের ধরে রাখতে হবে।তিনি বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সার্থক হবে যদি দেশের প্রতিটি মা ভিটামিন ‘এ’-এর বিষয়ে সচেতন হন, আর যদি মায়েরা তাদের সন্তান নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে নিয়ে আসেন। Share this:FacebookX Related posts: ঢাকা সিটি নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ আছে: সিইসি আমাদের সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত রোগী বহনে বিশেষ হেলিকপ্টার নতুন আইজিপি বেনজীর আহমেদ সংসদে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করোনায় মৃত্যুর মিছিলে আরও ৪১ জন কে কি লিখল তা নিয়ে মাথা ঘামাবেন না: জনপ্রশাসনকে প্রধানমন্ত্রী কাপ্তাইয়ের পর রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ীদের থেকে চাঁদা দাবি, বিপাকে মৎস্যজীবীরা করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত বই উৎসবের উদ্বোধন সকালে করোনায় আক্রান্ত ১০১৪ জন ২০২৫ সালের মধ্যেই সব অবৈধ ইটভাটা বন্ধ হয়ে যাবে SHARES Matched Content জাতীয় বিষয়: নির্মূলেরপ্রত্যয়রোগসারাদেশে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন রাতকানা