সোনারগাঁওয়ে করোনায় বিশেষ অবদানে ইউএনওকে সংবর্ধনা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জুন ২২, ২০২০ অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় করোনা পরিস্থিতিতে বিশেষ অবদান রাখায় সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনায় মোবারক হোসেন স্মৃতি সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সম্মাননা প্রদান করা হয়। সোনারগাঁও উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম করোনার সাথে যুদ্ধ করে সমাজের সকল ভ্রান্ত ধারনাকে পাল্টে দিয়েছেন। করোনাভাইসের সংক্রমণের কারনে কর্মহীন হয়ে পড়েছে উপজেলার বিভিন্ন পেশার মানুষ। এ পরিবারগুলোর কথা চিন্তা করে সরকারের খাদ্য সহায়তাগুলো জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী কর্মহীন ও অসহায়দের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। একজন উপজেলার অভিভাবকের মতোই অসহায় গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলোর পাশে দাড়িয়েছেন এ কর্মকর্তা।তিনি চলতি বছরে যোগদানের পর থেকেই সাধারণ মানুষের নয়নের মণি হয়ে উঠেছেন। শুধু অসহায় মধ্যবিও পরিবারগুলোর পাশাপাশি নজর রেখেছে শুধু তাই নয়, করোনার মহামারি পরিস্থিতে কর্মরত ডাক্তার, নার্স বিভিন্ন প্তরের কর্মকর্তারে সহযোগিতা নিয়ে চালিয়ে যাচ্ছেন উপজেলার উন্নয়ন মূলক কার্যক্রম। চিকিৎসা কাজে নিয়োজিত ডাক্তারদের করোনার হাত থেকে মুক্ত থাকার জন্য সরকারি পিপিই সরবরাহ করে। জনসাধারণকে ভাল চিকিৎসা সেবা যেন দিতে পারে। তারুণ্যদীপ্ত ইউএনও সাইদুল ইসলাম সফলভাবে কাজ করে যাচ্ছেন করোনা ভাইরাস প্রতিরোধ, লক ডাউন বাস্তবায়ন, করোন আক্রান্তদের হোম কোয়ারেন্টিন ও তাদের খাদ্য ব্যবস্থা নিশ্চিত করা, ভোক্তা অধিকার নিশ্চিত ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন। সবাইকে করোনামুক্ত রাখতে এবং সরকারি প্রনোদনা ও প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পৌছে দিতে অভিরাম ছুটছেন সোনারগাঁওয়ের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলছেন। ‘জনসেবার জন্য প্রশাসন’ এ শ্লোগানকে সামনে রেখে ‘উন্নত বাংলাদেশ’ গড়তে অবিরাম গতিতে তার উদ্যম উৎসাহে এগিয়ে চলছে সোনারগাঁও উপজেলা প্রশাসন। বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং বন্ধসহ ভুমি খেকোদের কবল থেকে নদী-কৃষি জমির মাটি রক্ষায় নিয়মিত মোবাইল কোট পরিচালনা করেন। বাজার মনিটরিং এর মাধ্যমে দ্রব্যমূল্য উবর্ধগতি রোধ, খাদ্যের গুণগত মান উন্নয়নসহ নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, মোবারক হোসেনের স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দ্বীপসহ অন্যান্যরা। Share this:FacebookX Related posts: নরসিংদীতে নতুন করে করোনায় আক্রান্ত ১৮ সোনারগাঁওয়ে কর্মহীন মানুষে মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করোনায় একদিনে আক্রান্ত আরও ১৮৬ জন পুলিশ সোনারগাঁওয়ে ২৪ ঘন্টায় স্বাস্থ্যকর্মীসহ আরও আক্রান্ত ১২ করোনায় এবার প্রাণ গেল স্পেশাল ব্রাঞ্চের এসআই রাসেল বিশ্বাসের সস্ত্রীক করোনায় আক্রান্ত র্যাপিড টেস্ট কিটের উদ্ভাবক ড. ফিরোজ করোনায় আরও ২ চিকিৎসকের মৃত্যু কালীগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ২০০ কালীগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ২০ জন সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ঢাবির নিরাপত্তা প্রহরী নিহত সোনারগাঁওয়ে অসহায় পরিবারে খাদ্য সহায়তা সোনারগাঁওয়ে পৌরসভা নির্বাচন উপলক্ষে আ.লীগের কর্মী সভা SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ইউএনওকে সংবর্ধনাকরোনায়বিশেষ অবদানেসোনারগাঁওয়ে