নগরীতে জীবাণুনাশক ছিটালো ডিএমপি

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০

অনলাইন ডেস্ক : বিশ্ব মহামারি করোনাভাইরাস থেকে ঢাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় নগরীর বিভিন্ন স্থানে জীবাণুনাশক ঔষধ ছিটিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৫ মার্চ) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে স্বাস্থ্য সুরক্ষায় ও করোনাভাইরাসের সংক্রমণ রোধে ডিএমপির ৮টি ওয়াটার ক্যানন দুপুর ১২টা পর্যন্ত জীবাণুনাশক ঔষধ ছিটিয়েছে।

স্থানগুলো হল- রমনা, তেজগাঁও, লালবাগ, ওয়ারী, মিরপুর, গুলশান, উত্তরা ও মতিঝিল এলাকায় বিভিন্ন জায়গায়। এরপর দ্বিতীয় ধাপে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ঔষধ ছিটানো হবে।

বুধবার বিষয়টি নিশ্চিত করে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশনায় বুধবার থেকে প্রতিদিন দুবার করে ওয়াটার ক্যানন দিয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় জীবাণুনাশক ঔষধ ছিটানো হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।