রাস্তায় চলাফেরায় লাগবে ‘মুভমেন্ট পাস’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মে ২১, ২০২০ অনলাইন ডেস্ক : করোনা নিয়ন্ত্রণে রাস্তায় চলাচলের ক্ষেত্রে ‘মুভমেন্ট পাস’ চালুর উদ্যোগ নিচ্ছে পুলিশ। এই পাসধারী ব্যক্তিরা নির্বিঘ্নে সড়কে চলাচল করতে পারবেন। তবে সবাই এই পাস পাচ্ছেন না। কেবল জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টদের দেয়া হবে এই পাস। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, মুদি দোকানে কেনাকাটা, কাঁচাবাজার, ওষুধপত্র, চিকিৎসা, চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি/খুচরা ক্রয়, পর্যটন, মরদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে এ পাস দেওয়া হবে। এছাড়া, এসব ক্যাটাগরি বাদে কারো বাইরে চলাফেরার একান্ত প্রয়োজন হলে বিবেচনা সাপেক্ষে তাদের ‘অন্যান্য’ ক্যাটাগরিতে পাস দেওয়া হবে। পাস সংগ্রহের জন্য এই ওয়েবসাইটে (https://movementpass.police.gov.bd) গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, স্টুডেন্ট আইডি ইত্যাদি ব্যবহার করা যাবে। বাইরে কোথাও পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে এ পাস দেখালে তাকে নির্বিঘ্নে চলাচল করতে দেওয়া হবে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, জরুরি পণ্য-সেবা দেওয়ার কাজে বাইরে বের হওয়াদের চলাচলকে বাধামুক্ত করার জন্য এ পাস দেওয়ার বিষষয়টি ভাবা হচ্ছে। এ পাসের জন্য সবাইকে অনলাইনে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা আবেদনের পর যাচাই-বাছাইের শর্তে জরুরি পণ্য পরিবহন, সেবাদান, ব্যবসায়ী ও চাকরিজীবীদের এ পাস দেওয়া হবে। Share this:FacebookX Related posts: ‘যখন শুনি শিক্ষকরা নকল সাপ্লাই করে, আমার লজ্জা হয়’ সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন রাতকানা রোগ নির্মূলের প্রত্যয় করোনায় পিছিয়ে যেতে পারে এইচএসসি পরীক্ষা করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়াবেন না : তথ্যমন্ত্রী কোভিড-১৯ মহামারী মোকাবেলায় দ্রুত টিকা উদ্ভাবনের আহ্বান প্রধানমন্ত্রীর মে মাসে সড়কে ঝরল ২৯২ প্রাণ অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১৭-১৮ ডিসেম্বর মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ পদ্মা সেতুর টোল: কোন যানবাহনে কত হবে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ চলছে টিকা চেয়েছে হাঙ্গেরি, ৫০০০ ডোজ দেবে বাংলাদেশ SHARES Matched Content জাতীয় বিষয়: ‘মুভমেন্ট পাস’0`রাস্তায় চলাফেরায় লাগবে