বন্ধ হয়ে গেল বিসিবি অফিস, বাড়িতে বসে কাজ করার পরামর্শ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০ স্পোর্টস ডেস্ক : উদ্ভূত করোনা পরিস্থিতির কারণে কয়েকদিন আগেই বন্ধ করে দেয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অফিস। পরামর্শ দেয়া হয়েছিল বাড়িতে বসে কাজ করার জন্য। দেশেও ধরা পড়েছে করোনা সংক্রমিত রোগী। এরই মধ্যে মারা গিয়েছেন ১ জন। স্থগিত করে দেয়া হয়েছে দেশের সবধরনের ক্রিকেট। আগামী ১৫ এপ্রিলের আগে ক্রিকেট শুরুর সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এমতাবস্থায় বিসিবি কার্যালয়ের ব্যাপারে কী সিদ্ধান্ত হবে?- প্রশ্ন করা হয়েছিল নাজমুল হাসান পাপনকে। উত্তরে তিনি জানিয়েছিলেন, প্রতিদিন পরিস্থিতি বদলাচ্ছে। এখন একটা বলব, পরে আরেকটা, তা তো হয় না। জরুরি ছাড়া খেলোয়াড় এবং বোর্ডে যারা আছে তাদের বাসা থেকে না বের হবার কথা বলা হয়েছে। সে ধারাবাহিকতায় আজ (শনিবার) দুপুরে বিসিবি অফিস বন্ধ রাখার খবর জানানো হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় বন্ধ করে দেয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিস। আগামীকাল (রবিবার) থেকে বোর্ডের কার্যক্রম বাসায় বসে করার নির্দেশনা হয়েছে। তবে যেসব কাজ অফিস পরিবেশ ছাড়া করা সম্ভব নয়, সেসবের ক্ষেত্রে আলাদা সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে। Share this:FacebookX Related posts: দর্শক উচ্ছৃঙ্খলায় বাফুফেকে ফিফার জরিমানা বিপিএল মাতাতে গেইল এখন ঢাকায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা ভারতীয় ক্রিকেট দলকে আইসিসি’র জরিমানা টাইগারদের ওয়ানডে দলে ব্যাপক রদবদল, দুই নতুন মুখ করোনায় আক্রান্ত মাশরাফী বাংলাদেশ ফুটবলের ভাগ্য নির্ধারণের ভোট আজ রাজকীয় প্রত্যাবর্তন সাকিবের, বোলিংয়ে এসেই নিলেন ৩ উইকেট সিরিজ জিততে বাংলাদেশের টার্গেট ১৪৯ মালান-আমিরদের অধিনায়ক নাসির জাতীয় দলের নির্বাচক হলেন রাজ্জাক টেস্টে ফিরেই সাকিবের হাফ সেঞ্চুরি SHARES Matched Content খেলাধুলা বিষয়: কাজ করার পরামর্শবন্ধ হয়ে গেলবাড়িতে বসেবিসিবি অফিস