নিখোঁজ হওয়ার দেড় বছর পর বাড়ি ফিরলেন র্যাব কর্মকর্তা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০ স্টাফ রিপোর্টার : প্রায় দেড় বছর নিখোঁজ থেকে বাসায় ফিরে এসেছেন র্যাবের একটি ব্যাটালিয়নের সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। শুক্রবার রাতে তিনি নিজেই বাড়ি ফেরেন। হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার জানান, শুক্রবার রাতে দারোয়ানের কাছে খবর পেয়ে আমরা তাকে নিচ থেকে বাসায় নিয়ে আসি। তিনি কোথায় ছিলেন, কীভাবে ছিলেন তাৎক্ষণিকভাবে কিছুই বলতে পারেননি। হাসিনুরের নিখোঁজ হওয়ার বিষয়ে পল্লবী থানায় একটি জিডি করেছিল তার পরিবার। জিডির তদন্ত কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম বলেন, শুক্রবার রাতে তার স্ত্রী ফোন দিয়ে বিষয়টি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য চিকিৎসকের কাছে নেয়া হয়েছে। ২০১৮ সালের ৮ আগস্ট রাতে মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন তাকে গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে পরিবার। র্যাবের আগে হাসিনুর বিজিবিতে কাজ করেছেন। জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন তিনি। Share this:FacebookX Related posts: প্রথমবারের মতো শিশুদের কথা শুনলেন ৩শ’ সংসদ সদস্য শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা হচ্ছে : শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার থেকে কঠোর হচ্ছে সেনাবাহিনী শামসুর রহমান শরীফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ভারতে আটকে পড়া বাংলাদেশিদের সমস্যা সমাধানে সচেষ্ট সরকার ১০ টাকা চালের বেনামি কার্ড জমা দেয়ার নির্দেশ বিশেষ ফ্লাইটে ইতালি ফিরে গেলেন আরও ২৮১ বাংলাদেশি করোনায় দীর্ঘ হচ্ছে লাশের মিছিল ‘শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়’ পদোন্নতি পেয়ে ডিআইজি হলেন ১১ পুলিশ কর্মকর্তা বেতার বিশ্বব্যাপী একটি জনপ্রিয় গণমাধ্যম: রাষ্ট্রপতি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত SHARES Matched Content জাতীয় বিষয়: নিখোঁজ হওয়ার দেড় বছর পরবাড়ি ফিরলেনর্যাব কর্মকর্তা