ডাক্তারের ফি আদায়ে নীতিমালা প্রণয়ন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং চেম্বারের ডাক্তারের রোগী দেখা বাবদ ফি আদায়ের বিষয়ে একটি নীতিমালা প্রণয়নে বর্তমান সরকার চিন্তা-ভাবনা করছে। আজ সংসদে সরকারি দলের সংসদ সদস্য বেগম গ্লোরিয়া ঝর্ণা সরকারের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। মন্ত্রী আরো বলেন, যোগ্যতা ও পদমর্যাদা অনুযায়ী জেনারেল প্র্যাক্টিশনার থেকে বিশেষজ্ঞ চিকিৎসক লেভেল পর্যন্ত সরকার কর্তৃক একটি ভিজিটর হার নির্ধারণ করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। শফিকুল ইসলাম শিমুলের অপর এক প্রম্নের জবাবে জাহিদ মালেক বলেন, বর্তমানে দেশের ৩৪টি জেলায় ৩৬টি মেডিকেল কলেজ রয়েছে। পর্যায়ক্রমে জনসংখ্যার হার অনুযায়ী প্রতিটি জেলায় সরকারি হাসপাতাল স্থাপন করা হবে। মো: হারুনুর রশীদের অপর এক প্রম্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে যন্ত্রপাতি ও ওষুধ ক্রয়ের অনিয়ম ও দুর্নীতি বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি এবং দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিষয়ে তদন্ত করছে। এছাড়া মন্ত্রণালয়ের একটি মনিটরিং কমিটি হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি তদন্তে কাজ করার ফলে অনিয়ম কমে আসছে। (বাসস) Share this:FacebookX Related posts: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি-স্বাস্থ্যমন্ত্রী দেশে কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নেই : স্বাস্থ্যমন্ত্রী কয়েকটি এলাকা লক ডাউন করার কথা ভাবছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী দোকান-মার্কেট খুললে করোনা সংক্রমণ বাড়বে : স্বাস্থ্যমন্ত্রী সারা দেশকে যেসব জোনে ভাগ করার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী নভেম্বরে আসতে পারে করোনার টিকা: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতেই ভ্যাকসিন পাবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী প্রতিবন্ধীদের তথ্য-উপাত্ত ব্যবহার নীতিমালার খসড়া চূড়ান্ত করোনা হাসপাতাল: আকিজের নির্মাণ কাজ ফের শুরু পরিবার পরিকল্পনা অধিদফতরের নতুন ডিজি শাহান আরা গণস্বাস্থ্য কেন্দ্রের কিট হস্তান্তর দেশের পরিস্থিতি দেখে বলা যায় করোনা নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: ডাক্তার ফিনীতিমালাপ্রণয়ন করা হবেস্বাস্থ্যমন্ত্রী