কঠোরভাবে বাজার মনিটরিং শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৪ অনলাইন ডেস্ক : দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাজার মনিটরিংয়ে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে নজর দিতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে বলেছেন প্রধানমন্ত্রী।এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, কিছু পণ্যে বাজারে জোগানের সমস্যা না থাকা সত্ত্বেও মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা গেছে। এ জন্য প্রধানমন্ত্রী কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করার জন্য বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দেন। Share this:FacebookX Related posts: কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতি বিজিএমইএ’র কৃতজ্ঞতা সেনাবাহিনীকে সততা নিয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত গাড়ি চালকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রধানমন্ত্রীর পাঁচ ‘অ্যাকশন প্ল্যান’ প্রকাশ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ জনশক্তি গড়ে তুলতে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর জাপানসহ তিন দেশে প্রধানমন্ত্রীর সফরসূচি জানালেন পররাষ্ট্রমন্ত্রী ভুটানকে একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর লন্ডন ত্যাগ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর SHARES Matched Content জাতীয় বিষয়: কঠোরভাবেপ্রধানমন্ত্রীরবাজার মনিটরিংশুরুর নির্দেশ