গ্যাস আমদানি আমরা বাড়াতে চাই না: নসরুল হামিদ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৪ অনলাইন ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘এখন আমরা মাত্র ২০ শতাংশ গ্যাস বিদেশ থেকে আমদানি করি। ৮০ শতাংশ আমরা নিজস্ব গ্যাস থেকে ব্যবহার করছি। আমরা এ ইমপোর্ট গ্যাস খুব বেশি বাড়াতে চাই না।’ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নসরুল হামিদ বলেন, ‘আমরা আশাবাদী ভোলাতে যে পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে, পরে গভীর সমুদ্রে যদি গ্যাস পাওয়া যায়, তাহলে খুব ভালো একটা অবস্থানে জ্বালানি বিভাগ থাকবে। এ বিষয়ে চিন্তার কোনো কারণ নেই।’ তিনি বলেন, ‘আমরা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের একটা টাইম লাইন ঠিক করে ফেলেছি। ২০২৬ সালের মধ্যে দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকবে। যেভাবে আমরা বিদ্যুতের বিষয়ে বলেছি, এত তারিখের মধ্যে শতভাগ বিদ্যুৎ সরবরাহ থাকবে, সেভাবেই গ্যাস নিয়ে আমরা কাজ করছি।’ প্রতিমন্ত্রী বলেন, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুতের বিষয়ে টাকা একটি বড় বিষয়। টাকা জোগানের বিষয়ে আমরা একটা পরিকল্পনা করে রেখেছি। আমরা সরকারের সঙ্গে কথা বলেছি। অর্থমন্ত্রীর সঙ্গে আমরা আগামী সপ্তাহের মধ্যে বসবো, কথা বলবো। টাকার জোগান যদি নিরবচ্ছিন্ন রাখতে পারি, তাহলে অবশ্যই নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিদ্যুৎ দিতে পারবো।’ Share this:FacebookX Related posts: মন্ত্রিসভা গঠন হতে পারে ১৫ জানুয়ারির মধ্যে: নসরুল হামিদ নির্বাচন কমিশনারদের নিয়ে জরুরি বৈঠকে সিইসি ঘরবন্দি মানুষের জন্য পুলিশের ‘ডোর টু ডোর শপ’ রাজধানীর বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করলো নৌবাহিনী দেশের অর্ধেক অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বীরত্বপূর্ণ অবদানে পদক পাচ্ছেন ৬০ বিজিবি সদস্য সেনাবাহিনীকে সততা নিয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ইউরোপে টিকার জন্য হাহাকার, আমরা দ্রুত পেয়েছি : আইনমন্ত্রী দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত ৫৮৬৯ আওয়ামী লীগ সব সময় জনগণের ভোটেই ক্ষমতায় আসে: প্রধানমন্ত্রী পুলিশ-সাংবাদিক-বিত্তবানরাও মাদক সাপ্লাই করেন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ SHARES Matched Content জাতীয় বিষয়: আমরা বাড়াতে চাই নাগ্যাস আমদানিনসরুল হামিদ