সন্ধ্যার পর ঢাকায় তিন বাসে আগুন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩ অনলাইন ডেস্ক : সন্ধ্যার পর থেকে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে রাজধানীর বিভিন্ন স্থানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টা থেকে সোয়া ৯টা নাগাদ এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রতিটি বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসকর্মীরা।এদিন রাত ৭টা ৩৩ মিনিটে রাজধানীর তাঁতীবাজারে আকাশ পরিবহনের যাত্রীবাহী বাসে প্রথম আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আধাঘণ্টা পরই রাত ৮টা ৮ মিনিটে রাজধানীর কাকলীতে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ১৭ মিনিটে রাজধানীর জিগাতলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফটকের সামনে রমজান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় ঘটনাস্থল থেকে আগুন দেওয়া এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় পর দিন ২৯ অক্টোবর বিএনপি-জামায়াত সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় দল দুটি। যা শেষ হয় গত ২ নভেম্বর। এরই মধ্যে বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতা গ্রেফতারও হন। দ্বিতীয় দফায় ৫-৬ নভেম্বর এবং তৃতীয় দফায় ৮-৯ নভেম্বর সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় বিএনপি-জামায়াত। ২৮ অক্টোবর থেকে শুরু করে পরবর্তী সময়ে দফায় দফায় অবরোধ চলাকালে ঢাকাসহ সারাদেশে গণপরিবহন ও বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। Share this:FacebookX Related posts: ঢাকায় ১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি গোয়েন্দা তথ্যের পর ঢাকায় বিএনপিকে সমাবেশের সিদ্ধান্ত: ডিএমপি ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা মাদকের কবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী পদ্মা সেতুতে বসল ২৮তম স্প্যান অনুপস্থিত কর্মকর্তাদের তালিকা পাঠানোর নির্দেশ দেশে করোনায় নতুন মৃতের সংখ্যা ৩, আক্রান্ত ৫৮ করোনায় কমেছে মৃতের সংখ্যা আমাদের দুই দেশের বন্ধুত্ব ঐতিহাসিক: রীভা গাঙ্গুলি প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, সার্বজনীন উৎসব: প্রধানমন্ত্রী ‘চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়েছে’ SHARES Matched Content জাতীয় বিষয়: ঢাকাযতিন বাসে আগুনসন্ধ্যার পর