শিক্ষায় বরাদ্দ বাড়ল সাড়ে ৬ হাজার কোটি টাকা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, জুন ২, ২০২৩ স্টাফ রিপোর্টার : ২৩-২৪ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাখাতে টাকার অংকে মোট বরাদ্দ বাড়ছে। চলতি অর্থ বছরের তুলনায় আসন্ন অর্থ বছরে মোট ৬ হাজার ৭১৩ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। দুই মন্ত্রণালয়ের জন্য আসন্ন অর্থবছরে মোট ৮৮ হাজার ১৬২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা গত অর্থবছরে ছিল ৮১ হাজার ৪৪৯ কোটি টাকা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য এবার ৩৪ হাজার ৭২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা চলতি অর্থবছরের জন্য বরাদ্দ করা হয়েছিল ৩১ হাজার ৭৬১ কোটি টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৪২ হাজার ৮৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা চলতি বছর ছিল ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা। মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ১০ হাজার ৬০২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যেখানে চলতি অর্থবছরে বরাদ্দ করা হয়েছিল ৯ হাজার ৭২৭ কোটি টাকা। Share this:FacebookX Related posts: পা দিয়ে লিখে গোল্ডেন জিপিত্র-৫ পেয়েছে মানিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ প্রাথমিকে শিক্ষকের শূন্যপদ ২৮৮৩২ ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান ফরম পূরণের অর্থ ফেরত পাচ্ছেন না শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ইঙ্গিত এসএসসির ফরম পূরণ শুরু ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ বিশ্ববিদ্যালয়ে মানসম্পন শিক্ষা নিশ্চিতের নির্দেশ রাষ্ট্রপতির প্রাথমিক শিক্ষার্থীদের মূল্যায়নের রূপরেখা দিয়েছে অধিদপ্তর ঘূর্ণিঝড় মোখা: ৫ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: বরাদ্দ বাড়লশিক্ষায়সাড়ে ৬ হাজার কোটি টাকা