শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ২৬০ জন শিক্ষাথীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। মুন্সীগঞ্জ ক্লাবের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

মুন্সীগঞ্জ ক্লাবের সভাপতি এ কে এম নূরুউদ্দিন শুভ্র’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. দেবরাজ মালাকার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি হাসানুল আলম মিতুল, সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান লিটন, সহ সাধারণ সম্পাদক মো. সাজ্জাত হোসেন শাহআলম, মিজানুর রহমান, আব্দুল জব্বার অপু, বাপ্পি দাস প্রমূখ।