আজ থেকে ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩ অনলাইন ডেস্ক : মেট্রোরেলের সময়সূচি পরিবর্তন হচ্ছে আজ থেকে। যাত্রীদের সুবিধার জন্য বুধবার থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত এই সময়সূচি কার্যকর হবে বলে জানানো হয়েছে। এতদিন মেট্রোর সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে শুক্রবারে এই রেল বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক জানান, মেট্রোর সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে শুক্রবারে বন্ধ থাকবে। সেই সঙ্গে ঈদুল আজহার দিন মেট্রেরেল চলাচল বন্ধ থাকবে বলেও জানানো হয়। নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ হিসেবে বিবেচনা করে প্রতি ১০ মিনিট পর পর মেট্রো ছাড়বে। বেলা ১১টার পর থেকে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো ছাড়বে বিকেল ৩টা পর্যন্ত। পরবর্তী ৩ ঘণ্টা আবারও ১০ মিনিট পরপর স্টেশন ছাড়বে মেট্রোরেল। সন্ধ্যা ৬টা এক মিনিট থেকে ‘নন পিক আওয়ার’ ধরে ১৫ মিনিট পরপর মেট্রো চলবে রাত ৮টা পর্যন্ত।স্টেশনগুলো হলো- উত্তরা উত্তর (দিয়াবাড়ী), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া ও আগারগাঁও। শুরুতে ১০ মিনিট পরপর ট্রেন চলছিল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। যাত্রী চাহিদার কথা বিবেচনা করে এপ্রিলের শুরুতে ওই সময় দুই ঘণ্টা বাড়নো হয়। এখন তা বাড়ল আরও ছয় ঘণ্টা। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী জুলাইয়ে আগারগাঁও থেকে মতিঝিল অংশে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হবে। ডিসেম্বর নাগাদ পুরো পথে যাত্রী নিয়ে চলাচল শুরু হতে পারে। Share this:FacebookX Related posts: নির্ধারিত সময়ই চালু হবে মেট্রোরেল-সেতুমন্ত্রী ২০২১ সালের জুনে পদ্মা সেতু, ডিসেম্বরে মেট্রোরেল উদ্বোধন আজ থেকে কঠোর অবস্থানে সেনাবাহিনী আজ থেকে আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন ভোগান্তির দায় মেট্রোরেল কর্তৃপক্ষকে নিতে হবে: মেয়র আতিক মেট্রোরেল চলার সময় বাড়লো ২ ঘন্টা আজ থেকে দোকান বসছে বঙ্গবাজারে আজ থেকে বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু ঘন কুয়াশায় চট্টগ্রামের বিমান কলকাতায়! করোনা ভাইরাসের কারণে বাতিল হলো স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা গ্রিড লাইনে ত্রুটি, সাত জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন করোনায় মৃত্যু ৩২, শনাক্ত ১৩৫৫ SHARES Matched Content জাতীয় বিষয়: ১২ ঘণ্টা চলবেআজ থেকেমেট্রোরেল