‘শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি’-ওবায়দুল কাদের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, মে ২১, ২০২৩ অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এক দফার নামে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি। আর শান্তি সমাবেশ নয়, এবার প্রতিরোধ। আজ থেকে প্রতিরোধ সমাবেশ চলবে। আমাদেরও এক দফা- তাদের ষড়যন্ত্রের দুর্গ চূর্ণবিচূর্ণ করে দেব।’ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি একথা বলেন।‘বিএনপি-জামায়াতের মিথ্যাচার, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে’ এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। ওবায়দুল কাদের বলেন, ‘১৯ তারিখে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেছে- আর ২৭ দফা নয়, ১০ দফা নয়, এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। ফখরুলের মনেও সেই কথা। এই রাজশাহীতে বিএনপির সাবেক মেয়র ৭৫-এর ১৫ আগস্টের হাতিয়ার গর্জে ওঠার কথা বলেছিল।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ষড়যন্ত্রকারীরা আজকে স্বয়ং প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য লন্ডনের নির্দেশে ফরমায়েশে দলে দলে লন্ডনে যাচ্ছে। শেখ হাসিনাকে হত্যা করাই এদের এক দফা।’ ওবায়দুল কাদের বলেন, ‘আমাদেরও এক দফা- অপশক্তির আস্তানা গুঁড়িয়ে দিতে হবে। খুনি জিয়ার উত্তরসূরি, ১৫ আগস্ট, সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদের ঠিকানা হচ্ছে বিএনপি। বাংলাদেশে হত্যার রাজনীতি তারা শুরু করেছে। তারা ক্ষমতায় গেলে লাশের পাহাড় গড়ে তুলবে। এই চক্রান্তের বিরুদ্ধে বঙ্গবন্ধুকন্যাকে রক্ষা করতে হবে। এই ষড়যন্ত্র মুক্তিযুদ্ধের সকল পক্ষের বিরুদ্ধে, গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শেখ হাসিনার উন্নয়ন, পদ্মা সেতু, মেট্রোরেল, ঘরে ঘরে বিদ্যুৎ, শেখ হাসিনার উদ্যোগের বিরুদ্ধে।’ কাদের বলেন, ‘তারেক রহমান বাইরে বসে বসে ফন্দি আঁটছে, চক্রান্ত করছে। নির্বাচন করবেন না সেটা আমরা জানি। কিন্তু নির্বাচন ঠেকাতে এলে বাংলার জনগণকে নিয়ে আমরা প্রতিহত করব। শান্তিপূর্ণ নির্বাচনে বাধা দিতে দেব না।’ তিনি বলেন, ‘উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে। তাঁর হাতকে শক্তিশালী করতে হবে। ফখরুল সাহেব, চাপাবাজি অনেক করেছেন। শেখ হাসিনাকে হত্যার হুমকি (দিয়েছেন)। আমার কাছে ভিডিও আছে। চাঁদ উদ্ধত কণ্ঠে বলেছে- এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা (বিএনপি) জানে তত্ত্বাবধায়ক মরে গেছে। কবরে শুয়ে আছে। মৃত তত্ত্বাবধায়ককে জীবিত করতে চায়। শেখ পদত্যাগ চায় কারণ শেখ হাসিনার সঙ্গে নির্বাচনে কোনদিন তারা জিততে পারবে না। এখন তাদের ভয় শেখ হাসিনা। সেজন্য তারা শেখ হাসিনার অস্তিত্ব নির্মূল করতে চায়।’ ওবায়দুল কাদের বলেন, ‘সংবিধানের বাইরে বাংলাদেশে কোন নির্বাচন হবে না। হতে দেওয়া হবে না। শেখ হাসিনার পদত্যাগ মামাবাড়ির আবদার। আগামী নির্বাচনে আওয়ামী লীগের শক্তি প্রথমবার হওয়া তরুণ ভোটার ও নারী সমাজ।’ এ সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি-সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে বিএনপি-জামায়াতকে কঠোর জবাব দেওয়া হবে। একইসঙ্গে দেশের উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনেও শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। Share this:FacebookX Related posts: সারাদেশে যে কর্মসূচি ঘোষণা করলো বিএনপি তারেকের হাওয়া ভবন ফিরে পেতে আন্দোলন করছে বিএনপি: কাদের বজ্রপাতে মৃত্যু হলেও সরকারের ওপর দায় চাপায় বিএনপি: ওবায়দুল কাদের ১/১১ এর মতো পক্ষপাতদুষ্ট তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি: কাদের ‘বিএনপি আন্দোলনে পরাজিত’-ওবায়দুল কাদের বিএনপির দুই মেয়রপ্রার্থীর সঙ্গে বৈঠকে ইসি বিএনপি খেটে খাওয়া মানুষের কথা ভাবে না: হাছান মাহমুদ ‘শেখ হাসিনাকে গ্রেপ্তার করে গণতন্ত্রকেই বন্দি করা হয়েছিলো’ কওমি মাদ্রাসায় প্রচলিত সব রাজনীতি নিষিদ্ধ আন্দোলন কর্মসূচি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বসছে বিএনপি ‘শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবে’ নির্বাচন বর্জন করলে বিএনপি গুরুত্বহীন দলে পরিণত হবে: তথ্যমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: বিএনপিশেখ হাসিনাকেহত্যারহুমকি দিচ্ছে