সংসদ ভবনে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৩

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতর এর জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ মুসল্লিরা জামাতে অংশ নেবেন।

সংসদ সচিবালয় থেকে শুক্রবার (২১ এপ্রিল) পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ জামাত সবার জন্য উন্মুক্ত। জামাতে আগ্রহী মুসল্লীদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ। বিশাল এ মাঠে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের প্রধান জামাত। ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের জাতীয় ঈদগাহ ময়দানে এ বছর ঈদের নামাজ পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন।