সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতাকে এসিল্যান্ড আহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২২ অনলাইন ডেস্ক : সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পটুয়াখালীর কলাপাড়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বক্কর সিদ্দিক (৩৪)। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএন্ডবি এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবু বক্কর সিদ্দিক টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাতকুড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত আছেন। বর্তমানে তিনি সাভারের সিএন্ডবি এলাকায় লাইভস্টক একাডেমিতে সার্ভে এন্ড সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষণ গ্রহন করছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সাভারের সিএন্ডবি এলাকায় সার্ভে এন্ড সেটেলমেন্ট বিষয়ের প্রশিক্ষণার্থী নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বক্কর সিদ্দিক সোমবার রাতে ব্যক্তিগত কাজ শেষ করে সাভার থেকে একটি গাড়িতে করে সিএন্ডবি এলাকায় ক্যাম্পে যাওয়ার জন্য নামেন। এ সময় একদল অস্ত্রধারী ছিনতাইকারী তাকে কিছু বুঝে ওঠার আগেই ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে তাকে মৃত ভেবে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তার গোঙানী শুনে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মামুন বলেন, রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত আবু বক্কর সিদ্দিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় তাকে ওটিতে নিয়ে অস্ত্রোপচার করা হয়। প্রাথমিকভাবে তার শরীরে ৩ থেকে ৪টি ছুরিকাঘাত রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। স্থানীয়রা জানায়, সাভারের সিঅ্যান্ডবি ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের মাঝামাঝি এই এলাকাটি ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কদিন পরপরই জায়গাটিতে ঘটছে ছিনতাইয়ের ঘটনা। বর্তমানে মহাসড়কে আইল্যান্ড দেওয়ায়র পর থেকে ছিনতাইকারীদের দৌরাত্ম আরও বেড়ে গেছে। রাতের আঁধারে ছিনতাইকারীরা ফুটওভার ব্রিজের উপরে ওঁৎ পেতে থাকে। এ সময় কোনো ব্যক্তি বাসষ্ট্যান্ডে নামলে ফুটওভার ব্রিজ দিয়েই পার হতে হয়। তাই ওভার ব্রিজের উপরে ওঠলেই ছিনতাইকারীরা মানুষকে আহত করে মুল্যবান মালামাল লুটের পাশাপাশি হত্যার ঘটনা ঘটাচ্ছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, গুরুতর আহত এসিল্যান্ডকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি তদন্তের পাশাপাশি ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি। Share this:FacebookX Related posts: সাভারে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত সাভারে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে খাদ্য বিতরণ সাভারে পুলিশ-স্বাস্থ্যকর্মীসহ আরও ৪২ জনের করোনা সনাক্ত সাভারে করোনার ভূয়া প্রত্যায়নপত্র, দুই প্রতারক আটক সাভারে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১ সাভারে যাত্রীবাহী বাস খাদে আহত ১৫ সাভারে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ সাভারে মেয়রপুত্রের কাছে সাংবাদিক লাঞ্ছিত সাভারে কাউন্সিলরের দখলকৃত জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান সাভারে হত্যাকান্ডের শিকার দুইজনের পরিচয় মিলেছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: এসিল্যান্ড আহতছিনতাইকারীরছুরিকাঘাতাকেসাভারে