নির্বাচনে সব দলের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চায় যুক্তরাষ্ট্র দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২২ সময় নিউজ ডেস্ক ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সব রাজনৈতিক দলসহ অংশগ্রহণকারীদের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির আহ্বান জানিয়েছেন ঢাকায় সফররত মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। তিনটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। সোমবার (৭ নভেম্বর) আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলসহ সব অংশগ্রহণকারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানানো হয়েছে। এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন। এর আগে গত রোববার (৬ নভেম্বর) এক বৈঠক শেষে আফরিন আক্তার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা দেবে বলে জানিয়েছিলেন। এদিকে, সোমবার মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠক শেষে মাসুদ বিন মোমেন জানিয়েছেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় নানা বিষয়ে সহযোগিতা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। উল্লেখ্য, দুই দিনের সফরে গত ৫ নভেম্বর রাতে ঢাকায় আসেন মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। Share this:FacebookX Related posts: জাতীয় পার্টির মেয়র প্রার্থীসহ ১৮ জনের মনোনয়ন বাতিল নতুন বছরে বদলে গেল ট্রেনের সময়সূচি নওগাঁয় বিএসএফের গুলিতে ৩বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত ঢাকা সিটি করপোরেশন নির্বাচন: আজ শেষ হচ্ছে প্রচারণা দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ঢাকায় আনা হচ্ছে আহত ঘোড়াঘাট ইউএনওকে ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সহায়তা করবে যুক্তরাষ্ট্র ধর্ষণ মামলায় দেশে প্রথম মৃত্যুদণ্ডের রায় শেখ হাসিনার নেতৃত্বে সব ধর্মের মানুষ উৎসব করছে: স্পিকার আশা করি, পুলিশ সদস্যরা জনতার পুলিশে পরিণত হবে: প্রধানমন্ত্রী ৩২৩ ইউপি’র নির্বাচন ১১ এপ্রিল SHARES Matched Content জাতীয় বিষয়: ‘লেভেলচায়দলেরনির্বাচনেপ্লেয়িংফিল্ড’যুক্তরাষ্ট্রসব