‘সম্মিলিত প্রয়াসে সংকট মোকাবিলা করে এগিয়ে যেতে হবে’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২২ অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘সব সংকট মোকাবিলা করে নতুন সম্ভাবনায় এগিয়ে যেতে দরকার সবার সম্মিলিত প্রয়াস। বিশেষত করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যথাযথ সাবধানতা অবলম্বন করতে হবে। সঠিক ভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।’ রোববার বঙ্গভবনে ঈদ-উল-আজহার নামাজ আদায় শেষে জাতির উদ্দেশে দেওয়া এক শুভেচ্ছা বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ‘বিগত দুই বছরের করোনা মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এর সঙ্গে এখন যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন সংকট। এসব যুদ্ধ-সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতি চাপের মুখে পড়েছে, বেড়েছে মূল্যস্ফীতির চাপ।’ তিনি বলেন, ‘সরকার এ পরিস্থিতি মোকাবিলায় অর্থনীতির চাকা সচল রাখতে বিভিন্ন প্যাকেজ প্রণোদনা প্রদানসহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষি ও শিল্পসহ উৎপাদনশীল প্রতিটি খাতের কার্যক্রম অব্যাহত রাখতেও সরকার সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে।’ গৌরবের নিদর্শন পদ্মা সেতু প্রসঙ্গে আবদুল হামিদ বলেন, ‘এবারের ঈদের আগেই দেশবাসীর কাছে মহাখুশির উপলক্ষ্য হয়ে এসেছে এই সেতুর উদ্বোধন। এর মাধ্যমে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার তিন কোটি মানুষের বহুমুখী যোগাযোগের অপার সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী বছর সেতুতে রেল সংযোগ স্থাপিত হলে দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ হবে।’ তিনি দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমদের পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, ‘মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র কোরবানি ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি জীবনে প্রতিফলিত হলেই সমাজে প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।’ সবাই সরকার নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করে যথাসময়ে কোরবানির বর্জ্য অপসারণে সচেষ্ট থাকবেন বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান। Share this:FacebookX Related posts: পিলখানা ট্র্যাজেডি : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পুলিশকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার নির্দেশ ‘বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না’ ‘করোনা পরিস্থিতি অনুকূলে না এলে এইচএসসি পরীক্ষা নয়’ বৃষ্টি থাকতে পারে আরও ২ দিন ৩টি আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা ‘ছয় দফা বঙ্গবন্ধুর নিজস্ব প্রচেষ্টা’ বাংলাদেশের প্রথম নৌবাহিনী প্রধান ক্যাপ্টেন নুরুল হক আর নেই ১২ কোটি টাকায় দেয়া হলো গাবতলী-মহাখালী বাস টার্মিনাল ইজারা রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬২ সিনোফার্মের ৫ লাখ টিকা আসছে বুধবার বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত অনুষ্ঠিত SHARES Matched Content জাতীয় বিষয়: 'সম্মিলিত প্রয়াসেএগিয়ে যেতে হবে'সংকট মোকাবিলা করে