‘২৬ জুন সকাল থেকে পদ্মা সেতুতে যান চলাচল শুরু’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জুন ১২, ২০২২ নিজস্ব প্রতিবেদক : ২৫ জুন উদ্বোধনের পর ২৬ জুন সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।রোববার পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু এখন স্বপ্ন নয়, এটি দৃশ্যমান বাস্তবতা। এটি আমাদের সামর্থ্য ও সক্ষমতার সেতু। একদিকে সম্মান ও মর্যাদার প্রতীক। এদিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে আগামী ২৫ জুনের এসএসসি পরীক্ষা (ইংরেজি দ্বিতীয় পত্র) ২৪ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রোববার শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এ কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, প্রকাশিত রুটিন অনুযায়ী ওই দিন সাধারণ ৯ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডের দাখিলের বাংলা দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের ভোকেশনালের এসএসসি ও দাখিলের গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল। সেটি আগের দিন অর্থাৎ ২৪ জুন আয়োজন করা হবে। তিনি বলেন, শুধু একটি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। অন্য সব পরীক্ষা নির্ধারিত রুটিন অনুযায়ী আয়োজন করা হবে। Share this:FacebookX Related posts: পদ্মা সেতুতে ২৩তম স্প্যান স্থাপন করায় দৃশ্যমান প্রায় সাড়ে ৩ কিমি পদ্মা সেতুতে বসলো ২৭তম স্প্যান পদ্মা সেতুতে বসল ২৮তম স্প্যান জুনেই পদ্মা সেতুতে দাঁড়িয়ে মানুষ পূর্ণিমার চাঁদ দেখবে সেনাবাহিনীর শীতকালীন মহড়া প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী ৯ জেলায় নতুন ডিসি চাল আমদানিতে শুল্ক কমলো ৩৭ শতাংশ করোনায় আক্রান্ত বেড়েছে দেশে ৬৬ শতাংশের বেশি মানুষ টিকা নিতে আগ্রহী দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ২৯১ নৌবাহিনী প্রধানের সঙ্গে সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাত জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে: র্যাবের ডিজি SHARES Matched Content জাতীয় বিষয়: ‘২৬ জুনপদ্মা সেতুতেযান চলাচল শুরু’সকাল থেকে