দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ২৯১ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১ সময় সংবাদ ডেস্কঃকরোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট আট হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে। গত একদিনে করোনায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৯১ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪০ হাজার ২৬৬ জনে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৩৭৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮৬ হাজার ৭৬৭ জন। গত ২৪ ঘণ্টায় ২১০টি পরীক্ষাগারে ১২ হাজার ৩৯৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৭১টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৮ লাখ ৩৫ হাজার ২১৬টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ লাখ ৭৭ হাজার ৬৮৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় করা হয়েছে আট লাখ ৫৭ হাজার ৫৩৩টি। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে পুরুষ সাত জন এবং নারী ছয় জন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ছয় হাজার ২৫৯ জন, বাকি দুই হাজার ৭ জন নারী। Share this:FacebookX Related posts: ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ৪৩৫ করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১১২৫ করোনায় আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৪ ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত রোগী মৃত্যু আরও ২৮, শনাক্ত ১৮৪৭ শনাক্ত রোগী ৫ লাখ ছাড়াল ২৪ ঘণ্টায় ৩৮ মৃত্যু করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১৪৭০ ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৯০ করোনায় দেশে আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৮১৩ করোনায় আরও ১৬ জনের মৃত্যু দেশে করোনা আরও ১৩ জনের মৃত্যু দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৮ SHARES Matched Content জাতীয় বিষয়: ২৯১জনের মৃত্যুদেশে করোনায় আরও ১৩শনাক্ত