বিএনপি নেতাদের মানসিক স্বাস্থ্য নিয়ে সন্দিহান দেশবাসী : কাদের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, মে ৩০, ২০২২ অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণ বুঝে গিয়েছে, ঈর্ষান্বিত বিএনপি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতেও দ্বিধা করে না। ক্ষমতায় থাকাকালে যারা দেশে একটিও মেগা প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন দেখেনি, সেই বিএনপি যখন মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচার করে দেশবাসীর মনে তখন বিএনপি নেতাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। আজ সোমবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেছেন। বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা নাকি শয়তানি কারবার- মির্জা ফখরুল ইসলামের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের সম্পদ কেউ যদি পাচার করে এবং পরবর্তীতে সেটা যদি ফিরিয়ে আনা হয়, তাহলে তাতো ভালো উদ্যোগ। শয়তানি কারবার হবে কেন? বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার কথা শুনে আপনাদের গায়ে জ্বালা ধরছে কেন? কিসের এত ভয়? এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ একদিনও ক্ষমতায় থাকলে নাকি বিএনপিরই ক্ষতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ক্ষতির কথা বলেছেন সে ক্ষতির অংকটা বলেননি। প্রতিদিন যে পরিমাণ সম্পদ লুট করতে পারতো বিএনপি, এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় তা থেকে বঞ্চিত হচ্ছে বলেই মির্জা ফখরুলের মন খারাপ। সম্প্রতি বিএনপি মহাসচিব মেট্রোরেলের স্টেশন সংখ্যা নিয়ে মন্তব্য করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেবের কাছে আসলে জনস্বার্থ গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে কীভাবে টাকা লুটপাট করা যায়। লুটপাট আর লুণ্ঠন করতে সিদ্ধহস্ত বিএনপি নেতারা। তাই জনসাধারণের সুবিধার কথা বিবেচনা না করে শুধু টাকার গন্ধ খুঁজে বেড়ায়। বাংলাদেশেও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনা করে সমীক্ষা এবং পরামর্শকের পরামর্শ অনুযায়ী জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে মেট্রোরেলের স্টেশনগুলোর স্থান নির্ধারণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: ঢাকা সিটি নির্বাচনে সন্ত্রাসীদের ভাড়া করছে বিএনপি: কাদের সিরিজ বোমা হামলার মাস্টারমাইন্ড বিএনপি: কাদের বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই পরাজিত: কাদের জন্মলগ্ন থেকেই বিএনপি সন্ত্রাসের আমদানি করছে : কাদের বিএনপি নির্বাচন ও আন্দোলনে পরাজিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে : ওবায়দুল কাদের করোনা নিয়েও নালিশের রাজনীতি করছে বিএনপি : ওবায়দুল কাদের সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে বিএনপি বিএনপিকে বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না : কাদের ‘ক্ষমতা চিরস্থায়ী নয়’, নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের ‘বিএনপি নেতারা কি চান, তা তারাও জানে না’ আ.লীগ নেত্রী মাহমুদার বক্তব্য প্রমাণিত হলে ব্যবস্থা: কাদের সব রাজনৈতিক দলকে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন কাদের SHARES Matched Content রাজনীতি বিষয়: কাদেরদেশবাসীনেতাদেরবিএনপিমানসিকসন্দিহানস্বাস্থ্য নিয়ে