৩১ মে থেকে হজ ফ্লাইট চালু: বিমান প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, মে ২৩, ২০২২

অনলাইন ডেস্ক : সৌদি কর্তৃপক্ষ এবং ধর্ম মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পেলেই ৩১ মে থেকে হজ ফ্লাইট চালু হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
সোমবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিফ্রিংয়ে তিনি একথা জানান।

তিনি বলেন, এর মধ্যে হজ ফ্লাইট চালুর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিজস্ব বিমান দিয়ে ফার্স্ট ফ্লাইট পরিচালনা করা হবে। এবার কোনো বিমান লিজে আনা হবে না। মাঙ্কিপক্স নিয়ে বিমানবন্দরে বিশেষ সতর্কতা নেয়া হবে।

এর আগে লাগেজ পেতে দেরি হওয়াসহ বিভিন্ন বিষয়ে বিমানবন্দর পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।