ডেঙ্গু মোকাবিলায় কঠোর হবে ডিএনসিসি: মেয়র আতিকুল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, মে ১১, ২০২২ নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু মোকাবিলায় সিটি কর্পোরেশন কঠোর হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বুধবার দুপুরে রাজধানীর উত্তরার ৪ নং সেক্টরে ৯ নং রোডে ১০ দিনের চিরুনি অভিযানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ডিএনসিসি মেয়র বলেন, ‘এডিসের লার্ভা পাওয়া গেলে আমরা নিয়মিত মামলা করবো। গতবার আমরা পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করেছি। এবারও সেটি হবে, জেলও হবে। কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত মামলা হবে। সরকারি, বেসরকারি আর আধা সরকারি হোক- যেকোনো জায়গায় হলে মামলা হবে।’ তিনি বলেন, ‘আগামী ১০ দিনের জন্য ডিএনসিসির মশক বিভাগের সব ছুটি বাতিল বলে আমি ঘোষণা করতে চাই। এই ১০ দিন প্রত্যেককে মাঠে থাকতে হবে। আমাদের কাউন্সিলর-নারী কাউন্সিলররা মাঠে থাকবেন। সামাজিক ভাবে বিভিন্ন স্কুলে-পড়ায় মসজিদে খুতবার সময়, বিভিন্ন ওয়াক্তের সময় যেন ক্যাম্পেইন করে সেই নির্দেশ আমি দিয়ে দিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আগামী ১০ দিন উত্তরের ৫৪টি ওয়ার্ডে চিরুনি অভিযান চলবে। তারপর আমি নিজে নামবো।’ এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, ‘আমরা যেটা তথ্য পেয়েছি গত বছরের চেয়ে এবার ডেঙ্গু আরও বেশি ভয়ঙ্কর হবে। আমার কথা হলো, আমরা সাধ্যমতো চেষ্টা করবো। যা যা করা দরকার আমার কাউন্সিলদের নিয়ে, সিটি কর্পোরেশনের সবাইকে নিয়ে তা করবো। আমি চাইবো প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ক্যাম্পেইন করেছিলাম রঙের ডিব্বা, ডাবের খোসা যারা আনতে পারবে তাদের পুরস্কার দেওয়া হবে। চিরুনি অভিযান শেষে আমরা আবার পুরস্কারের ঘোষণা দেব।’ Share this:FacebookX Related posts: ডিএনসিসি : ১৩১৮ কেন্দ্রের মধ্যে ৮৭৬টিই ঝুঁকিপূর্ণ করোনা সতর্কতায় ওয়াটার ব্রাউজারে জীবাণুনাশক ছিটাচ্ছে ডিএনসিসি তিন হাজার শয্যার করোনা হাসপাতাল হচ্ছে মহাখালীর ডিএনসিসি মার্কেট ডিএনসিসি মেয়র আতিকের দায়িত্বগ্রহণ উত্তরায় মুজিব মঞ্চ তৈরি করবে ডিএনসিসি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা করবে সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনে নেপালের সমর্থন চাইলেন রাষ্ট্রপতি দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮৭৪ দুর্ঘটনা রোধে চালকদের ডোপ টেস্ট করাতে বললেন প্রধানমন্ত্রী সরকারের সঙ্গে আমার শত্রুতা নেই, নাস্তিকরাই ভুল বোঝায়: বাবুনগরী ফের চালু হচ্ছে করোনা সংক্রান্ত বুলেটিন আড়াই বছর পর কারামুক্ত সম্রাট SHARES Matched Content জাতীয় বিষয়: কঠোর হবেডিএনসিসিডেঙ্গু মোকাবিলায়মেয়র আতিকুল