‘বিশেষ কার্ড পাবেন ১ কোটি মানুষ’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২২ অনলাইন ডেস্ক : কম দামে পণ্য কিনতে আরও এক কোটি লোককে বিশেষ কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা টার্গেট করেছি ১ কোটি মানুষকে আমরা স্পেশাল কার্ড দেব। যেটা দিয়ে তারা ন্যায্যমূল্যে জিনিস কিনতে পারবে। যে ৩৮ লাখকে আমরা টাকা দিচ্ছি তারা তো থাকবে, তার বাইরেও আরও এক কোটি লোককে দেব। তাছাড়া ৫০ লাখ লোককে একটা কার্ড দেওয়া আছে সেটা থেকে তারা ১০ টাকায় চাল কিনতে পারে। সেই ব্যবস্থা করা আছে।’ তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখনও ১৮ লাখ খাদ্য মজুত আছে আমাদের। সেখানে কোন অসুবিধা নেই।’ ফসল উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘কারো এতটুকু জমি যেন অনাবাদী না থাকে। যে যা পারেন সেটাই উৎপাদন করেন। প্রত্যেক এলাকায় কিছু না কিছু উৎপাদন হবেই। সেটাই আমার লক্ষ্য। তাতে আমাদের যে খাদ্য চাহিদা সেটা যেন পূরণ করতে পারি।’ Share this:FacebookX Related posts: বাংলাদেশে কোন ধাপে কারা টিকা পাবেন এইচএসসি পরীক্ষার্থীরা কিছু অর্থ ফেরত পাবেন : শিক্ষামন্ত্রী টিকা নিতে আজ থেকে এসএমএস পাবেন রেজিস্ট্রেশনকারীরা ৩৩৩ নম্বরে ফোন করলে পাবেন খাদ্য সহায়তা: ত্রাণ প্রতিমন্ত্রী প্রথমবারের মতো শিশুদের কথা শুনলেন ৩শ’ সংসদ সদস্য প্রতি উপজেলার দুজনের নমুনা পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে : পরিবেশমন্ত্রী ভাসানচরের উদ্দেশ্যে আরও দেড় হাজার রোহিঙ্গার যাত্রা রাজধানীতে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে কিশোর খুন কোস্টগার্ডকে স্বতন্ত্র বাহিনী করার পরিকল্পনা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর লকডাউন শুরু, সড়কে নিরাপত্তাবাহিনীর অবস্থান সংসদীয় আসনের সীমানা নির্ধারণে সংসদে নতুন বিল SHARES Matched Content জাতীয় বিষয়: 'বিশেষ কার্ড১ কোটি মানুষ'পাবেন