ভোজ্যতেলের দাম কমবে, অপেক্ষা করতে হবে: আইনমন্ত্রী

প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২২

অনলাইন ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ভোজ্যতেল ও ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখতে যা যা প্রয়োজন সরকার সবই করছে। সরকারের এই ব্যবস্থার কারণে ভোজ্যতেলের দাম কিছুটা কমবে। সবাইকে একটু অপেক্ষা করতে হবে।

আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সারা বিশ্বে গত চল্লিশ বছরেও তেলের দাম এত বাড়ে নাই, যতটা এখন বেড়েছে।

জেলা পরিষদ নির্বাচন নিয়ে তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে। যা যা সংশোধন করা দরকার তারা করবেন। তাদের অধীনেই জেলা পরিষদ নির্বাচন হবে।

আইনমন্ত্রীর সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতন, সদস্য শাহ আলম, উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা যুগ্ম আহ্বায়ক কাজী মো. আজহারুল ইসলাম প্রমুখ।

সভায় বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ তাদের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। পরে জেলা কমিটির প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে মন্ত্রী কসবা পৌর আওয়ামী লীগের সম্মেলন ১ এপ্রিল ও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ১৪ মে নির্ধারণ করলে সভায় তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।