সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক: ওবায়দুল কাদের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২ নিজস্ব প্রতিবেদক : একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ কি চায়, কি চায় না; তার মানদণ্ড বা পরিমাপক হচ্ছে নির্বাচন। সোমবার সকালে নিজের সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। বিএনপির কথা ও কাজে মিল নেই উল্লেখ করে তিনি বলেন, তাদের ডাবল স্ট্যান্ডার্ড নীতিই তাদের রাজনীতির অন্যতম প্রধান বাধা। নির্বাচনের বাইরে গিয়ে অন্য কোনো চোরাগলি খোঁজা গণতন্ত্রে সংবিধানসম্মত নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এসব অপতৎপরতা গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীতে অবস্থান করছে। তিনি বিএনপিকে কথামালার ফেনায়িত তরঙ্গ না তুলে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, জনগণ চাইলে বিএনপিই ক্ষমতায় আসবে। ‘বিএনপি বিভিন্ন জেলার কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে’- বিএনপির এসব অপপ্রচার প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের মিথ্যাচার সর্বজনবিদিত। বাধা তো নয়ই; বরং সরকার বিএনপিকে সহযোগিতা করেছে। সরকার সহযোগিতা না করলে এ পর্যন্ত ৩২ জেলায় সমাবেশ করতে পারত কি?- প্রশ্ন ওবায়দুল কাদেরের। তিনি বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের দায় সরকারের ওপর চাপানো তাদের স্বভাব। Share this:FacebookX Related posts: সরকারি ভাবে এনকাউন্টার সাপোর্ট করতে পারি না : ওবায়দুল কাদের হাসপাতালে ভর্তি হয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মুজিববর্ষের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন মোদি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন ওবায়দুল কাদের গণপরিবহনে নিয়ন না মানলেই আইনগত ব্যবস্থা: ওবায়দুল কাদের স্বতন্ত্র প্রার্থী আগামীতে নৌকার মনোনয়ন পাবেন না: ওবায়দুল কাদের ভ্যাকসিন নিয়ে বিএনপির মিথ্যাচার জনগণ আমলে নেবে না: ওবায়দুল কাদের সব মাত্রা অতিক্রম করেছে হেফাজত: ওবায়দুল কাদের সরকারের যে দুই চ্যালেঞ্জের কথা জানালেন ওবায়দুল কাদের স্বাস্থ্যবিধি না মানলে আবার লকডাউন: ওবায়দুল কাদের সাংবাদিক রোজিনা ন্যায় বিচার পাবেন : ওবায়দুল কাদের SHARES Matched Content জাতীয় বিষয়: অত্যন্ত আন্তরিকঅনুষ্ঠানেওবায়দুল কাদেরসুষ্ঠু নির্বাচনহাসিনা সরকার