সরকারি ভাবে এনকাউন্টার সাপোর্ট করতে পারি না : ওবায়দুল কাদের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতীয় সংসদে ধর্ষকদের বিষয়ে আলোচনা হয়েছে এ বিষয়টি অনলাইনে দেখেছি। সংবিধান মোতাবেক আমরা দলীয় ভাবে বা সরকারি ভাবে এনকাউন্টার সাপোর্ট করতে পারি না। ব্যক্তিগত যে কারো অভিমত থাকতে পারে, এটা ব্যতিক্রম।’ বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘যারা বক্তব্য রেখেছেন এনকাউন্টারের পক্ষে, আমার মনে হয় এটা তাদের ব্যক্তিগত মতামত। এটা সরকার বা আমাদের দলের কোন বিষয় নয়। আমরা এনকাউন্টার বা ক্রসফায়ারকে তো সাপোর্ট করতে পারি না। কারণ এটা সংবিধানের আওতার বাইরে ও সংবিধান সম্মত নয়।’ তিনি বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের তারিখের বিষয়ে আদালত যে আদেশ দিয়েছেন তা নিয়ে কারো প্রশ্ন তোলা উচিৎ নয়।’ আন্দোলন থেকে সরে এসে আদালতের আদেশ মেনে নিতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বিএনপি আধুনিক প্রযুক্তিতে বিশ্বাস করে না। আমরা মনে করি ইভিএম আধুনিক প্রযুক্তি। এটা ভোট গণনা, ভোট প্রদানের বিষয়ে আধুনিক ও স্মার্ট একটা ব্যবস্থা। বিএনপি এনালগ বাংলাদেশে বিশ্বাসী তারা ডিজিটাল বাংলাদেশ চায় না। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আমাদের কথা বলেছি। বার বার বলতে চাই না। বিএনপি নির্বাচনে আসুক। যেখানে জিতবার সেখানে তারা ঠিকই জিতবে। ইভিএম পদ্ধতিতে তারা জিতে সেটার প্রমাণ আছে। সম্প্রতি বগুড়ার দুপচাচিয়া পৌরসভার নির্বাচনে তারা জিতেছে। কাজেই এখানে তাদের হারাবার কিছু নেই।’ বিএনপি বলছে, দেশ অন্ধকারে নিমজ্জিত- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতা থেকে সরে যাওয়ার পর দেশ অন্ধকার থেকে আলোতে এসেছে। তখন দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্ধকার থেকে দেশকে আলোর পথে নিয়ে এসেছেন।’ Share this:FacebookX Related posts: হাসপাতালে ভর্তি হয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন ওবায়দুল কাদের গণপরিবহনে নিয়ন না মানলেই আইনগত ব্যবস্থা: ওবায়দুল কাদের স্বতন্ত্র প্রার্থী আগামীতে নৌকার মনোনয়ন পাবেন না: ওবায়দুল কাদের ভ্যাকসিন নিয়ে বিএনপির মিথ্যাচার জনগণ আমলে নেবে না: ওবায়দুল কাদের বহির্বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল : রাষ্ট্রপতি সারাদেশে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার ‘করোনা পরিস্থিতি দেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে’ ৯৯৯ এ ফোন, লঞ্চে আটকে পড়া দুই শতাধিক যাত্রী উদ্ধার গায়ে হলুদে হেলমেটবিহীন শোডাউনের বিচার দাবি যাত্রী অধিকার আন্দোলনের ঢাকা ও রংপুরে বসছে নতুন রাডার SHARES Matched Content জাতীয় বিষয়: এনকাউন্টারওবায়দুল কাদেরসরকারি ভাবেসাপোর্ট করতে পারি না