স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ নথি গায়েব দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১ অনলাইন ডেস্ক : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে গুরুত্বপূর্ণ ১৭টি নথি গায়েব হয়েছে। এসব নথি খুঁজে পেতে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে মন্ত্রণালয়। শনিবার দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার এ তথ্য জানান। তিনি বলেন, ‘মন্ত্রণালয় থেকে ১৭টি নথি হারিয়ে যাওয়ার ঘটনায় একজন উপসচিব একটি ডিজি করেছেন।’ জিডিতে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর বুধবার নথিগুলোর ফাইল কেবিনেটে রাখা হয়। পর দিন দুপুর ১২টায় কাজ করতে গিয়ে দেখা যায় ফাইলগুলো কেবিনেটের মধ্যে নেই। পুলিশ জানিয়েছে, কে বা কারা ফাইলগুলো সরাল, তা জানতে চায় মন্ত্রণালয়। যে নথিগুলো হারিয়ে গেছে সেগুলোর সিংহ ভাগই স্বাস্থ্য শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন মেডিকেল কলেজ ও বিভাগের কেনাকাটা সম্পর্কিত। পুলিশ সূত্র জানিয়েছে, বাংলাদেশ সচিবালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ৩ নম্বর ভবনের ২৯ নম্বর কক্ষ থেকে নথিগুলো হারিয়ে গেছে। কক্ষটিতে বসেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) শাহাদৎ হোসাইন। তাঁর পাশের ঘরটিতে বসেন ক্রয় ও সংগ্রহ শাখা-২ এর সাঁট মুদ্রাক্ষরিক ও কম্পিউটার অপারেটর মো. জোসেফ সরদার এবং আয়েশা সিদ্দিকা। ফাইলগুলো এই দুই কর্মীর কেবিনেটে ছিল। ওসি মওদুত হাওলাদার বলেন, ‘জিডি হওয়ার পর আর সচিবালয় খোলা ছিল না। ফলে, আমরা এ বিষয়ে তদন্ত করতে পারিনি। রোববার সচিবালয় খুললে আমরা সেখানে যাব। তদন্ত শুরু করব। জিডিতে ১৭টি নথির স্মারক নম্বর ও বিষয় উল্লেখ করা হয়েছে।’ Share this:FacebookX Related posts: মতিয়া চৌধুরীকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার দাবি সংসদে চলতি মাসে আরও দুটি তীব্র শৈত্যপ্রবাহ বৃষ্টি থামলেই ফের হাড় কাঁপানো শীত! ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গ্যাস লাইন লিকেজ সাংবাদিকদের সহায়তার সিদ্ধান্ত গ্রহণ করেছি: তথ্যমন্ত্রী বিড়ি-সিগারেটসহ তামাক পণ্যের উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশ ‘কাজের মাধ্যমে সারপ্রাইজ দিতে চাইত সিনহা’ পানাম সিটিসহ প্রত্নস্থল সংরক্ষণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভারতের উপহারের টিকা এলো বিশেষ বিমানে বাংলাদেশে ফিরছেন ড. বিজন ঈদের নামাজ হবে মসজিদে বিধি-নিষেধে বন্ধই থাকছে গণপরিবহন SHARES Matched Content জাতীয় বিষয়: ১৭ নথি গায়েবস্বাস্থ্য মন্ত্রণালয়ের