দেশের আইন যুগোপযোগী করার আহ্বান রাষ্ট্রপতির দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১ স্টাফ রিপোর্টার : দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় যুগোপযোগী আইনের পাশাপাশি বিদ্যমান আইনের নিরপেক্ষ প্রয়োগও সমান গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। তিনি বলেছেন, ‘যুগোপযোগী আইনের পাশাপাশি আইনের নিরপেক্ষ প্রয়োগও সমান গুরুত্বপূর্ণ। আমি দেশের বিদ্যমান আইন-কানুন আধুনিকায়ন ও যুগোপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।’ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে আইন কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে কমিশনের ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করে। তাদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রতিনিধি দল কমিশনের সার্বিক কর্মকাণ্ড এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশন সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর। এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: এনার্জি ও আইসিটি খাতে উরুগুয়ের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির ২৫ মার্চ থেকে দেশের সব দোকান বন্ধ দেশের প্রায় অর্ধেক অঞ্চলে ঝড়ের সম্ভাবনা দেশের অর্ধেক অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা শোককে শক্তিতে রূপান্তর করার আহ্বান রাষ্ট্রপতির দেশের অর্ধেক অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে আজ দেশের ১২ অঞ্চলে আজ ঝড়বৃষ্টি হতে পারে প্রণোদনা প্যাকেজ দেশের অর্থনীতি সচল রেখেছে :প্রধানমন্ত্রী দেশের সর্ববৃহৎ রেল সেতুর নির্মাণ কাজের উদ্বোধন রাজাকারের তালিকার বিধান রেখে মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন অনুমোদন সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার’ SHARES Matched Content জাতীয় বিষয়: আইনদেশেরযুগোপযোগী করার আহ্বানরাষ্ট্রপতির