‘বাল্যবিয়ে বন্ধে এমপিদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১ স্টাফ রিপোর্টার : বাল্যবিয়ে বন্ধে নারীশিক্ষাকে উৎসাহিত করার ক্ষেত্রে সংসদ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে তথা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টরিয়ান অন পপুলেশন অ্যান্ড ডেভলপমেন্টের (বিএপিপিডি) আওতায় সব কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন ও পর্যবেক্ষণে সবার সম্মিলিত প্রয়াস জরুরি। এ ক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপগুলো যথাযথ বাস্তবায়ন সম্পর্কে এরূপ কর্মশালা আয়োজন থেকে ধারণা পাওয়া যায়। শনিবার (২৫ সেপ্টেম্বর) গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় জাতীয় সংসদ সচিবালয় বাস্তবায়নাধীন স্ট্র্যানদেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন ইন্টারগেশন পপুলেশন ইস্যুজ ইন টু ডেভেলপমেন্ট` (এসপিসিপিডি) প্রকল্পের আওতায় গঠিত বিএপিপিডির আয়োজনে ‘বাল্যবিয়ে ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেছেন স্পিকার। এসময় স্পিকার কর্মশালার উদ্বোধন করেন। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতিটি ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছি। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাকে ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’এ ভূষিত করা হয়েছে। কমিউনিটি ক্লিনিকের জনবান্ধব ধারণাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ব্যক্তিগত চিন্তার ফসল। কারণ, তিনি গ্রামে, চরে, প্রত্যন্ত অঞ্চলে মানুষকে সেবা দেওয়ার বিষয়টি সর্বদা প্রাধান্য দেন। সমগ্র দেশে বার হাজার কমিউনিটি ক্লিনিক কাজ করছে, সরকারের পক্ষ থেকে প্রায় ৩২ ধরনের ওষুধ বিনামূল্যে বিতরণের ব্যবস্থা রয়েছে। মা ও শিশুসেবা, পরিবার পরিকল্পনাসেবা, শিশুটিকা কার্যক্রম কমিউনিটি ক্লিনিকগুলো দিয়ে যাচ্ছে। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, করোনাকালীন সময়ে বিশ্বে নারীর প্রতি সহিংসতা বেড়েছে। নারী সহিংসতা, বাল্যবিয়ের মতো উদ্ভুত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে উত্তরণ ঘটাতে হবে। প্রকৃতপক্ষে কন্যাসন্তান মা-বাবার জন্য বোঝা নয়। আইন প্রণয়নের পাশাপাশি অভিভাবকদের এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। বর্তমান পরিপ্রেক্ষিতে কন্যাসন্তানদের এগিয়ে নিতে সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম সবার প্রচেষ্টায় সচেতনতা তৈরি করতে হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে ও সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আরমা দত্ত, শিউলি আজাদ, শবনম জাহান, ফখরুল ইমাম। প্রকল্প পরিচালক যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ কর্মশালায় সূচনা বক্তব্য রাখেন। এছাড়া কর্মশালায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: করোনাকালে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী কমরেড মণি সিংহ মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী করোনার চেয়েও নির্বাচন গুরুত্বপূর্ণ: সিইসি শীতের শ্বাসকষ্টে আরও ৩ জনের মৃত্যু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা মুজিবীয় আদর্শে বাংলাদেশকে গড়ে তোলা হবে সিনেমা হল খোলার সিদ্ধান্ত ১৫ সেপ্টেম্বরের পর: তথ্যমন্ত্রী এনআইডি জালিয়াতি: ডা. সাবরিনার বিরুদ্ধে মামলা করছে ইসি সরকারি তথ্য কেন্দ্রীয় ডাটা সেন্টারে রাখা বাধ্যতামূলক বইমেলা ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল ভ্যাকসিন নিয়ে হতাশা কেটে যাবে: শারফুদ্দিন আহমেদ SHARES Matched Content জাতীয় বিষয়: এমপিদের ভূমিকাগুরুত্বপূর্ণবাল্যবিয়ে বন্ধে