এখন পর্যন্ত আড়াই হাজার জঙ্গি গ্রেফতার করেছে র‍্যাব

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত আড়াই হাজার এবং শুধু হলি আর্টিজান হামলার পরে দেড় হাজার জঙ্গি গ্রেফতার করেছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার দুপুরে র‍্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘দেশে জঙ্গি গোষ্ঠীগুলোর বড় ধরনের কোন ঘটনা ঘটানোর সামর্থ্য নেই। জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে কার্যক্রম চালাচ্ছি এতে বাংলাদেশে জঙ্গিবাদের স্থান হবে না। গোয়েন্দা তথ্যানুযায়ী এ মুহুর্তে বাংলাদেশে জঙ্গিদের আক্রমণাত্মক হওয়ার সামর্থ্য নেই।’

তিনি বলেন, ‘র‍্যাবের জঙ্গিবিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।’

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘র‍্যাবের কাছে ১৬ জন জঙ্গি আত্মসমর্পণ করেছেন, যাদের ডি-রেডিক্যালাইজেশনের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। ভবিষ্যতেও জঙ্গিরা আত্মসমর্পণ করতে চাইলে তাদেরও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’