এখন পর্যন্ত আড়াই হাজার জঙ্গি গ্রেফতার করেছে র্যাব দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১ নিজস্ব প্রতিবেদক : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত আড়াই হাজার এবং শুধু হলি আর্টিজান হামলার পরে দেড় হাজার জঙ্গি গ্রেফতার করেছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মঙ্গলবার দুপুরে র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। র্যাবের মহাপরিচালক বলেন, ‘দেশে জঙ্গি গোষ্ঠীগুলোর বড় ধরনের কোন ঘটনা ঘটানোর সামর্থ্য নেই। জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে কার্যক্রম চালাচ্ছি এতে বাংলাদেশে জঙ্গিবাদের স্থান হবে না। গোয়েন্দা তথ্যানুযায়ী এ মুহুর্তে বাংলাদেশে জঙ্গিদের আক্রমণাত্মক হওয়ার সামর্থ্য নেই।’ তিনি বলেন, ‘র্যাবের জঙ্গিবিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।’ র্যাবের মহাপরিচালক বলেন, ‘র্যাবের কাছে ১৬ জন জঙ্গি আত্মসমর্পণ করেছেন, যাদের ডি-রেডিক্যালাইজেশনের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। ভবিষ্যতেও জঙ্গিরা আত্মসমর্পণ করতে চাইলে তাদেরও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’ Share this:FacebookX Related posts: আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ ছুটি বাড়ল ২৫ এপ্রিল পর্যন্ত বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩৮তম বিসিএসের ফল প্রকাশ: নিয়োগ পাচ্ছেন ২২০৪ জন ক্যাডার বাংলাদেশে আবিষ্কার করোনার টিকা ৬ মাসের মধ্যে বাজারে আনার আশা করোনায় ঢাকা বিভাগে বেশি প্রাণহানী যেখানে চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা শফী করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন ‘উচ্ছেদ অভিযান দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যক্তির নয়’ নতুন বছরে ভেদাভেদ ভুলে জোরদার হোক ভ্রাতৃত্বের বন্ধন একুশে পদক পেলেন ২১ বিশিষ্ট নাগরিক নোয়াখালীর সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু SHARES Matched Content জাতীয় বিষয়: আড়াই হাজারএখন পর্যন্তকরেছেজঙ্গি গ্রেফতারর্যাব